Dakshin Dinajpur Election News : গোটা মুরগি বিলিয়ে ভোটারদের প্রভাবিত করার ছক! খবর পৌঁছল পুলিশে কাছে, তারপর… – bjp allegedly manipulating voters by distributing chicken at hili in panchayat election 2023


ভোটারদের প্রভাবিত করতে পোলট্রি মুরগি বিলি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে৷ আর পোলট্রি বিক্রির ঘটনা হাতেনাতে ধরে ফেলল তৃণমূল। ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হিলি থানার শ্যামপুর এলাকায়। ঘটনায় টোটো ও ছোট হাতি ভর্তি মুরগি-সহ ৩ জনকে পাকড়াও করেছে হিলি থানার পুলিশ। সাতজন বিজেপির কর্মীর বিরুদ্ধে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেতেই মুরগিগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি তদন্তে নেমেছে পুলিশ।

প্রতিবছরই বিভিন্ন দলের বিরুদ্ধে ভোটারদের প্রবাবিত করার চেষ্টার অভিযোগ ওঠে। এরই মাঝে পোলট্রি মুরগি বিলির অভিযোগ উঠল হিলির শ্যামপুরে। অভিযোগ, শ্যামপুর মাঠের মাঝে নির্জন এলাকায় একটি ছোট হাতি গাড়ি ও টোটো করে পোলট্রি মুরগি নিয়ে গিয়ে ভোটার হাতে তুলে দিচ্ছিলেন বিজেপির কর্মীরা। সেই খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান তৃণমূলের প্রার্থী ও কর্মীরা। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেন বিজেপি কর্মীরা৷ কিন্তু মুরগি বোঝাই গাড়ি ও টোটো ধরে ফেলেন তৃণমূল কর্মীরা।

Murshidabad Panchayat Election : পুনরায় ভোটের দাবিতে পথ অবরোধ! ভোট কর্মীর গাড়ি ভাঙচুর, উত্তেজনা মুর্শিদাবাদে
ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছায় হিলি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ছোট হাতি গাড়ি ও টোটো রিকশা এবং বিপুল পরিমাণ পোলট্রি মুরগি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি ওই ঘটনায় ৩ জনকে পাকড়াও করে পুলিশ। বিকেলে হিলি থানায় বিজেপির ৭ নেতা কর্মীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তুলে মামলা দায়ের করেন তৃণমূল কর্মীরা। অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করে হিলি থানার পুলিশ।

West Bengal Election 2023 : রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর-বোমাবাজি! ফের উত্তপ্ত ময়না
এই প্রসঙ্গে এলাকায় পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী মেরিনা মুর্মু অভিযোগ করেন, ‘দুপুরে মাঠের মধ্যে দু’টি গাড়িতে করে পোলট্রি মুরগি নিয়ে এসে বিজেপির লোকজন ভোটার মধ্যে বিলি করছিল। ঘটনাটি আমাদের নজরে আসতেই প্রতিবাদ করা হয়৷ ঘটনাস্থলে আমরা যেতেই বিজেপির লোকজন পালিয়ে যায়। তারপরে পুলিশ এসে পোলট্রি গাড়ি উদ্ধার করে। বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই মানুষকে অসৎ উপায়ে প্রভাবিত করছে বিজেপি। আমরা এই ঘটনার নিন্দা করছি৷ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

Purba Medinipur Panchayat Violence : ব্য়ালট লুঠের প্রতিবাদ! বেধড়ক লাঠিচার্জ পুলিশের!

পালটা বিজেপির জেলা সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের প্রার্থী বাপি সরকার বলেন, ‘এলাকার এক ব্যবসায়ী মুরগি বিক্রি করতে গিয়েছিলেন। তাঁকে রাস্তায় আটক করেন স্থানীয় তৃণমূলের কর্মীরা। পরে পুলিশকে খবর দেয়৷ মুরগিগুলি বিজেপি দিচ্ছিল বলে বলা হয়। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *