Howrah Panchayat Election : তৃণমূলে ভোট দিলেই নগদ ৫০০! অভিযোগ শুনেও নির্বিকার পুলিশ? – trinamool allegedly giving five hundred rupees to voters


দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের ৫০০ টাকা প্রলোভন দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাওড়ার সাঁকরাইলের মানিকপুর মধ্যমপাড়া এলাকা থেকে এমনই গুরতর অভিযোগ অভিযোগ সামনে এসেছে। সোনম বেগম শেখ নামে কংগ্রেসের প্রার্থী রাজ্যের শাসকদলের বিরুদ্ধে এমন অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি তৃণমূলকর্মীরা ভোটারদের ৫০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েছেন।

Dakshin Dinajpur News : গঙ্গারামপুরে ছাপ্পাভোটের প্রতিবাদের জের, ভোটারকে ‘কামড়’ TMC প্রার্থীর
কংগ্রেস প্রার্থীর দাবি, এই ঘটনার প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। এমনকী কংগ্রেস কর্মী সমর্থকদেরও বাড়িতে গিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। পুলিশের কাছে কোনও সাহায্য চাইলেও সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ কংগ্রেসের। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় কংগ্রেসও। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। শাসকদলের দাবি, ভোটে হেরে যাবে বুঝেই বিরোধীরা এই কাজ করছে।

কংগ্রেসের প্রার্থী সোনম বেগম শেখ বলেন, ‘তৃণমূলকে ভোট দিলে ৫০০ টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়। তৃণমূলের কর্মী সমর্থকরা এই কাজ করেছে। আমি ও আমাদের দলের কর্মীরা প্রতিবাদ করলে আমাদের মারধর করা হয়। কাউকে কাউকে বাড়িতে গিয়েও মারধর করা হয়েছে। পুলিশকে গোটা বিষয়টির কথা জানালেও তাদের তরফে কোনও সহযোগিতা পাওয়া যায়নি। এই ঘটনার প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি। আমরা বিচার চাই।’

Panchayat Election 2023 : CPIM প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে ভগবানগোলা থানা ঘেরাও বাম-কংগ্রেসের\
যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করে তৃণমূল প্রার্থী বলেন, ‘কংগ্রেসের তরফে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হয়েছে। যেহেতু বিরোধীরা এখানে জিততে পারবে না, তাই তাঁরা তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা অভিযোগ করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় অনেক উন্নয়ন করেছেন। এবারের পঞ্চায়েত ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই জিতবে। বিরোধীরা এখানে কোথাও দাঁত ফোটাতে পারবে না। এখানকার সব আসনে তৃণমূল কংগ্রেস জিতবে। বিরোধীদের এই বক্তব্যের কোনও বাস্তবিক ভিত্তি নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘তৃণমূলের কর্মীসমর্থকরা আমাদের বাড়িতে এসেছিল। তাদের প্রার্থীকে ভোট দিলে ৫০০ টাকা করে দেওয়া হবে বলেছে। এখানে অনেকে গরিব দিন আনা দিন খাওয়া মানুষের বসবাস। তাই হয়তো ওদের থেকে টাকা নিয়েছেন। এবার তারা তৃণমূলে ভোট দেবেন কি না, সেটা জানি না।’

Mamata Banerjee : বিরোধীরা জিতে গেলেও আসবে তৃণমূলে: মমতা
অন্যদিকে এবারের পঞ্চায়েত নির্বাচন যেন মৃত্যু মিছিল। রাজ্যের বিভিন্ন অংশে হিংসার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে শনিবার ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও রাজ্যে নির্বাচন কমিশন এখনও স্পষ্ট করে মৃতের সংখ্যা উল্লেখ করেনি। বিরোধীরা এই নির্বাচন নিয়ে আদালতে যেতে পারে। আদালত কোনও রায় দেয় কি না, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *