Kalighater Kaku : কাকুর ফোন কল ইন্টারসেপ্ট, বিতর্কে ইডি – the lower court had to face questions about intercepting the phone calls of kalighater kaku


এই সময়: নিয়োগ দুর্নীতি মামলায় ফোন কল ‘ইন্টারসেপ্ট’ করা নিয়েও প্রশ্ন উঠল নিম্ন আদালতে। কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র ফোন করে দুর্নীতির নথি লোপাট করার নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছিল ইডি। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গেও সুজয়কৃষ্ণের যোগসাজশ ছিল বলে অভিযোগ ওঠে। সেই কল রেকর্ডের সঙ্গে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলিয়ে দেখার জন্য শুক্রবার ইডি বিশেষ আদালতে ভয়েস স্যাম্পেল কালেক্ট করার আবেদন জানায়।

Kalighater Kaku : দু’ফোনের কথাবার্তাই কি কাকুর গলার কাঁটা
এদিন শুনানির সময়ে সুজয়কৃষ্ণের আইনজীবী সেলিম রহমান তাঁর সওয়ালে প্রশ্ন তোলেন, ‘কারও ভয়েস ইন্টারসেপ্ট এ ভাবে করা যায় না। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি নিতে হয়। তা কি করা হয়েছিল? সংবিধানের ‘আর্টিক্যাল ২১’-এ এবিষয়ে বিস্তারিত বলা হয়েছে।’ ইডি এই বিষয়ে জবাব দেওয়ার জন্য আদালতের কাছে এদিন সময় চেয়ে নেয়। পরবর্তী শুনানি আগামী ১৪ জুলাই। এদিন আলিপুরে সিবিআই আদালতে কুন্তল ঘোষের চিঠির প্রসঙ্গে জেলে গিয়ে দু’জনকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে বিচারকের কাছে আবেদন জানান গোয়েন্দারা।

Kuntal Ghosh Saayoni Ghosh : সায়নীকে টাকা দিয়েছিলাম: কুন্তল
ওই দুজন কুন্তলের সেলেই বন্দি ছিলেন। বিচারক সিবিআইয়ের উদ্দেশে প্রশ্ন করেন, প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করার সময় কি আমার কাছে অনুমতি চেয়েছিলেন? আপনাদের তো সেই সুযোগ রয়েছে। যদিও এদিনের অর্ডারে সেই অনুমতি দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *