Mahua Moitra : সাতসকালে ভোট মহুয়ার! হাসিমুখে বেরিয়ে তৃণমূল সাংসদ বললেন… – trinamool congress mp mahua moitra gave panchayat vote in karimpur election


ভোট দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পঞ্চায়েত ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ভোট দেওয়ার জন্য করিমপুর উচ্চ বালিকা বিদ্যালয় আসেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। ১২০ নম্বর বুথের ভোটার তিনি। সাধারণ ভোটারদের সঙ্গে ভোটের লাইনে দাঁড়াতে দেখা যায় মহুয়াকে। ভোট দিয়ে হাসি মুখে বেড়িয়ে আসেন তৃণমূল সাংসদ।

ভোট দেওয়ার পর এই সময় ডিজিটালকে মহুয়া বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বত্র উন্নয়ন করেছেন। উন্নয়নের জোরে সব জায়গায় জিতবে তৃণমূলই।’ করিমপুরে মহুয়া যে বুথে ভোট দিয়েছেন, সেখানে এখনও অবধি নির্বিঘ্নে ভোট হচ্ছে বলে জানা গিয়েছে।

West Bengal Election 2023 : নির্দল সমর্থককে পিটিয়ে খুন! ভোট শুরুর আগেই কদম্বগাছিতে মৃত্যু নিয়ে ধোঁয়াশা
করিমপুরে শান্তিপূর্ণ ভোট হলেও, পঞ্চায়েত ভোট শুরু হওয়ার পর থেকে রাজ্যের অনেক জেলাতেই বেপরোয়া সন্ত্রাসের ছবি ধরা পড়েছে। কোথাও বোমাবাজি, কোথাও গুলি চালনার ঘটনা আবার কোথাও খুন ঘিরে উত্তপ্ত রাজনীতি। এমনকী বিভিন্ন জায়গায় অবাধে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছে।

নদিয়ার চাপড়াতেও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেখানে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। ওই তৃণমূলকর্মী ভোট দিতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। ওই তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে বলে জানা গিয়েছে।

Lokkhir Bhandar : ‘লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে…’, তৃণমূল বিধায়কের ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল
এদিন সকাল থেকে উত্তপ্ত হয়েছে রাজ্যের একাধিক জেলায়। কোচবিহারের তুফানগঞ্জ, মুর্শিদাবাদের রানীনগর থেকে শুরু করে উত্তর ২৪ পরগণার কদম্বগাছি, সর্বত্র বেপরোয়া সন্ত্রাসের ছবি ধরা পড়েছে। উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

Gram Panchayat Election 2023 : নির্বাচনের ১ দিন আগে তপ্ত রাজনীতি! BJP সমর্থিত নির্দল প্রার্থীর স্বামীকে বেধড়ক মার
শুক্রবার রাতে নির্দলের হয়ে প্রচার করার জন্য বেধড়ক মারধর করা হয় নির্দল সমর্থক আবদুল্লা আলিকে। আবদুল্লা সহ চারজনকে গুরুতর আহত অবস্থায় বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার ও মহিলা নির্দল প্রার্থীর অভিযোগ, আবদুল্লার মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর কথা অস্বীকার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপারের দাবি, ওই ব্যক্তির মৃত্যু হয়নি। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *