Panchayat Election : ব্যালটে তৃণমূল প্রার্থীর নামের পাশে পদ্ম-প্রতীকে উত্তেজনা – a day before the panchayat elections in jhargram there was a stir over the trinamool candidate name on the ballot paper with the bjp symbol next to it


এই সময়, ঝাড়গ্রাম: এ যেন উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! তৃণমূল প্রার্থীর নামের পাশে জ্বলজ্বল করছে পদ্ম-প্রতীক। পঞ্চায়েত নির্বাচনের ব্যালট পেপারে প্রার্থীর নাম এবং দলীয় প্রতীক অদল-বদল হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঝাড়গ্রামে। শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের ১৩৫ নম্বর আমঝুঁকি প্রাথমিক বিদ্যালয়ের বুথে ঘটনাটি জানাজানি হয়।

West Bengal Gram Panchayat: ব্যালটের হিসাব চেয়ে না মেলায় বক্স ছুড়ে ফেলা দেওয়া হল পুকুরে, অভিযোগ বনগাঁয়
বিষয়টি প্রথমে দেখেন বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের ১৫ নম্বর আসনের তৃণমূলের প্রার্থী অলক মণ্ডল। তিনি বলেন, ‘ভোটগ্রহণ কেন্দ্রে ভোটকর্মীরা আসার পর আমি নিজের ইলেকশনে এজেন্টের জন্য ১০ নম্বর ফর্ম আনতে গিয়েছিলাম। তখন আমঝুঁকি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট পেপারে স্ট্যাম্প দিচ্ছিলেন ভোটকর্মীরা।’ ব্যালট পেপারের দিকে তাকাতেই চোখ কার্যত কপালে ওঠে তৃণমূল প্রার্থীর। কারণ তাঁর নামের পাশে ছিল বিজেপির প্রতীক। বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের ১৫ নম্বর আসনে অবশ্য বিজেপির কোনও প্রার্থী নেই।

WB Panchayat Election Ballot Paper: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যালট পেপার! নকল ছাপানোর অভিযোগ বিরোধীদের
সেখানে মাত্র দু’জন ভোটে দাঁড়িয়েছেন। তৃণমূলের প্রার্থী অলক মণ্ডল এবং সিপিআইয়ের প্রার্থী জয়ন্ত পাত্র। ওই আসনে মোট ভোটার ৮২০ জন। তৃণমূল প্রার্থী অলক মণ্ডল বলেন, ‘ভোটগ্রহণ কেন্দ্রে ভোটকর্মীরা যে ব্যালট পেপারগুলিতে স্ট্যাম্প দিচ্ছিলেন, সেখানে আমার নামের পাশে বিজেপির প্রতীক পদ্মফুল রয়েছে। বিষয়টি আমি দেখেই সেখান থেকে বেরিয়ে গ্রামবাসীদের প্রথমে জানাই।’

WB Panchayat Election 2023 : এক প্রার্থীর দুই মনোনয়ন জমা! প্রত্যাহার করিয়ে ছাপা হচ্ছে নয়া ব্যালট, বিতর্ক
তারপর তৃণমূলের কর্মীরা ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি বেগতিক দেখেই ব্যালট পেপারগুলি গুটিয়ে নেন ভোটগ্রহণকর্মীরা। তারপর তৃণমূল সমর্থকদের বিক্ষোভের জেরে প্রিসাইডিং অফিসার ভুল ছাপা ব্যালট পেপারগুলি দেখান। তাতে আরও উত্তেজিত হয়ে পড়েন তৃণমূলের লোকেরা। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট সেক্টর অফিসারকে ফোন করে বিষয়টি জানান আমঝুকি বুথের প্রিসাইডিং অফিসার। তারপর জেলা নির্বাচন দপ্তরের হস্তক্ষেপে ভুল ছাপা ব্যালট পেপারগুলি ফেরত নিয়ে আসা হয়। রাতেই নতুন করে ব্যালট পেপার ছেপে সকালের মধ্যেই পৌঁছে দেওয়া হবে বলে জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে।

West Bengal Panchayat Election: ‘তৃণমূল পার্টি থেকে বলেছে তাই ভোট দিতে এসেছি’, পোস্টাল ব্যালটের ছাপ্পার অভিযোগ
এই ঘটনায় সিপিআইয়ের ঝাড়গ্রাম জেলা সম্পাদক দেবজ্যোতি ঘোষ বলেন, ‘এরকম ভুল হওয়া উচিত নয়। শুনেছি, প্রশাসন ভুল প্রতীক ছাপা ব্যালট পেপারগুলি নতুন করে ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে।’ ঝাড়গ্রাম ব্লকের বিডিও অভিগ্না চক্রবর্তী বলেন, ‘এটা ইন্টারন্যাল ম্যাটার। বিষয়টি আমরা দেখে নিচ্ছি।’ ঘটনার কথা স্বীকার করে ঝাড়গ্রাম জেলার নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, ‘ভুল প্রতীক ছাপা সমস্ত ব্যালট পেপার ফেরত নিয়ে আসা হয়েছে। নতুন করে ব্যালট পেপার ছাপানো হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *