Panchayat Election Violence In West Bengal : হেমতাবাদে BJP কর্মীকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ‘খুন’! ধৃত সিভিক ভলান্টিয়ার – north dinajpur hemtabad bjp worker murder and goalpokhar congress worker killed in panchayat election 2023


বিষাক্ত ইঞ্জেকশান দিয়ে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদে। নিহত বিজেপি কর্মীর বাম প্রসেনজিৎ বর্মন। ঘটনায় অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ার। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার কড়া শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।

জানা গিয়েছে, প্রসেনজিৎ বর্মন ১ নম্বর হেমতাবাদ মণ্ডলের বিজেপি সহসভাপতি বিপ্লব বর্মনের ভাগ্নে। ভোটের দিন দুপুরে নিজের বাড়িতেই ছিলেন প্রসেনজিৎ। সেই সময় তাঁকে গিয়ে ডাকে অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ার। অভিযোগ এরপর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গাঁজা খাইয়ে ও বিষাক্ত ইঞ্জেকশান দিয়ে খুন করা হয় প্রসেনজিৎকে। আরও জানা গিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ারের ডিউটি পড়েছিল অন্য জায়গায়। কিন্তু সে ডিউটি না করে প্রসেনজিৎকে ডাকতে যায় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

West Bengal Election 2023 : রক্তমাখা পঞ্চায়েত! উত্তর দিনাজপুরে তৃণমূল প্রার্থীকে বুথেই কুপিয়ে খুন
কংগ্রেস কর্মীকে খুন
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসে আশ্রিত দুস্কৃতীদের ধারাল অস্ত্রের আঘাতে এক কংগ্রেস কর্মীর মৃত্যুর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ব্লকের সাহাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জাগিরবস্তির নয়াহাঁট এলাকায়। মৃত ওই কংগ্রেস কর্মীর নাম মহম্মদ জামেরুদ্দিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কংগ্রেসের পক্ষ থেকে এই মৃত্যুর ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয়েছে।

West Bengal Election 2023 : নির্দল সমর্থককে পিটিয়ে খুন! ভোট শুরুর আগেই কদম্বগাছিতে মৃত্যু নিয়ে ধোঁয়াশা
জানা গিয়েছে, মহম্মদ জামেরুদ্দিন কিছু দিন আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। তারপর থেকেই তৃণমূল নিশানায় পড়েন তিনি। অভিযোগ, আজ তাঁকে ধারাল অস্ত্র দিয়ে খুন করে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা। শনিবার দুপুরের দিকে ভোট দিতে যান জামেরুদ্দিন। অভিযোগ, সেই সময় খবর পেয়ে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীরা তাঁকে ঘিরে ফেলে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান জামেরুদ্দিন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোয়ালপোখর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান নয়।

Gram Panchayat Election : পুলিশ সেজে ডেকে নিয়ে গিয়ে TMC কর্মীকে কুপিয়ে খুন, খড়গ্রামে ব্যাপক আতঙ্ক
এলাকার কংগ্রেস নেতা আলি ইমরান রমজ জানিয়েছেন, ‘তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করার পর থেকেই জামেরুদ্দিনকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। প্ল্যান করে তাঁকে এদিন খুন করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস সরাসরি জড়িত।’ পালটা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, ‘এই মৃত্যুর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগাযোগ নেই। সমস্ত অভিযোগ ভিত্তিহীন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *