রাখি সাওয়ান্ত মানেই বিতর্ক। ব্যক্তিগত জীবন থেকে কাজের জীবনে সর্বত্র তাঁর সাথে আঠার মতন লেগে রয়েছে বিতর্ক। ব্যক্তিগত জীবনের অনেক চড়াই উতরাই পেরিয়ে এসে এখন আবার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরেছেন। মুম্বইয়ে চলছে লাগাতার বৃষ্টি চলছে। আর তারই মধ্যে চলছে রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) নন স্টপ এন্টারটেনমেন্ট। মাঝে মধ্যে তিনি বুঝতেই পারেন না, ঠিক কী করলে লাইমলাইটে থাকতে পারবেন। তাই রোজ নানা রকম এক্সপেরিমেন্ট করতেই থাকেন। ঠিক আজ যেমনটা করলেন!