Subhaprasanna Artist : ‘জ্যোতি বসুর আমলে নাম নিতেও…’, পঞ্চায়েত হিংসা নিয়ে মুখ খুললেন শুভাপ্রসন্ন – artist subhaprasanna opens mouth on west bengal panchayat violence election23


অরিজিৎ দে | এই সময় ডিজিটাল এক্সক্লিউসিভ

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে নিয়ন্ত্রণহীন সন্ত্রাসের ছবি। ভোট হিংসায় এখনও অবধি ১২ জনের মৃত্যু হয়েছে। বাম আমলে পঞ্চায়েত থেকে পুরসভা সব নির্বাচনে বিরোধীদের বাধা ও বেলাগাম ছাপ্পা দেওয়ার অভিযোগ ছিল সিপিএমের বিরুদ্ধে। বাম ‘অপশাসন’-র অবসান চেয়ে ২০১১ সালে পড়েছিল ‘পরিবর্তন চাই’ পোস্টার। সেই পোস্টারে বিশিষ্টজনদের অনেকের ছবি দেখা গিয়েছিল।

২০১১ সাল থেকেই ‘তৃণমূলপন্থী’ বিদ্বজনদের তালিকায় প্রথম সারিতে চিত্রশিল্পাী শুভাপ্রসন্ন ভট্টাচার্য। পঞ্চায়েত ভোটে রাজ্যে যে হিংসার ছবি ধরা পড়েছে, তা নিয়ে কী বলছেন শুভাপ্রসন্ন? নির্বাচন কমিশনের ভূমিকাই বা কী চোখে দেখছেন তিনি? এই সময় ডিজিটালের প্রশ্নের মুখে মুখ খুললেন এই চিত্রশিল্পী।

West Bengal Panchayat CPIM: ফাঁকা মাঠে গোল! রাজ্যজুড়ে তৃণমূলের দাদাগিরির মাঝে বাদুড়িয়ায় ছাপ্পা সিপিএমের
পঞ্চায়েত ভোট উৎসেবে একের পর এক ‘নরবলি’ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘শুভা দা’ বলেন, ‘যে কোনও মৃত্যু বা বাজে ব্যাপারই সভ্যতার পরিচায়ক নয়। কিন্তু এই গণতান্ত্রিক পরিকাঠামোয় রাজনৈতিক তরজা চলতেই থাকে। সব নির্বাচনে রাজনৈতিক দলগুলি নিজেদের আসন বাড়ানোর চেষ্টা করে। এবারের নির্বাচনে সব দলই যথেষ্ট সংখ্যায় তাঁদের প্রার্থী দিতে পেরেছে। এর আগে এমনটা হত না। আশা করি মানুষ বুঝবে যে মারামারি করে আখেরে কোনও লাভ নেই।’

WB Panchayat Nirbachan : এক দফাতেই পঞ্চায়েত, ‘কোনও গুরুত্ব নেই’, অধীরের আবেদন খারিজ করে বলল হাইকোর্ট
যে বাম আমলের সন্ত্রাস ও ‘রক্তচক্ষু’র বিরুদ্ধে পথে নেমেছিলেন শুভাপ্রসন্নরা, তৃণমূলের শাসনে জেলায় জেলায় একই অভিযোগ ধরা পড়ছে। আদৌ কি কোনও পরিবর্তন হল? এই প্রশ্নের জবাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে আনে শুভা। তাৎপর্যপূর্ণভাবে আজ জ্যোতি বসুর জন্মদিন। শুভাপ্রসন্ন বলেন, ‘বাম আমলে ভয়ংকর অবস্থা ছিল। তখন ট্রামে-বাসে ভয়ে কেউ জ্যোতি বসুর নাম মুখে আনতে পারতেন না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করলেও তাঁকে প্রচুর লোক গালাগাল দেয়, নিন্দা করেন। এটাই তো সুস্থতা। আমি কী করে এর সঙ্গে বাম আমলের তুলনা করব।’

Suvendu Adhikari : ডি ডে-তে গাড়ি ছেড়ে টোটোয়, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শুভেন্দু
পঞ্চায়েত ভোটে এই সন্ত্রাসের ছবি দেখে রাজ্য নির্বাচন কমিশন ও কমিশনারের ভূমিকা নিয়ে সর্বত্র প্রশ্ন উঠেছে। কমিশনার রাজীব সিনহার ভূমিকা কী চোখে দেখেন শুভাপ্রসন্ন? চিত্রশিল্পী বলেন, ‘রাজীব সিনহা রাজ্যের মুখ্যসচিব ছিলেন। উনি অত্যন্ত দক্ষ একজন অফিসার। তিনি সরকারের হয়ে বিভিন্ন কাজ করেছেন। আমাদের রাজ্যপাল নিরপেক্ষ নন, উনি পদ্মপাল। সেই কারণে নির্বাচন কমিশনারকে অনেক কথা শুনতে হচ্ছে। কিন্তু আমার মনে হয় কমিশনার যথাযথভাবেই কাজ করেছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *