WB Panchayat Poll Vilolence Live Updates: পঞ্চায়েত নির্বাচনে রক্তস্নাত বাংলা, ভোটের বলি ১২!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রক্তাক্ত বাংলার পঞ্চায়েত ভোট। মনোনয় পর্ব দাখিলের প্রথম দিন-ই রক্ত ঝরেছিল বাংলায়। ভোট পূর্ববর্তী হিংসাতেই ১৬ জন প্রাণ হারিয়েছেন। এদিন ভোট শুরু হতেই ফের হিংসা জায়গায় জায়গায়। এককথায় পঞ্চায়েত ভোটে রক্তস্নাত বাংলা। 

ভোটের বলি, সন্ত্রাসের ভোট!!!

## বসিরহাট মহকুমা জুড়ে শাসকদলের সন্ত্রাসের অভিযোগ। ছাপ্পা ভোট, বুথ দখল এবং প্রার্থী সহ বিজেপি কর্মীদের অপহরণ করার অভিযোগ।

## উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ২ (চাকুলিয়া)-র বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা ১০ নম্বর বুথে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে খুন তৃণমূলের বিদায়ী প্রধানের স্বামী।

## মুর্শিদাবাদের নওদায় খুন কংগ্রেস কর্মী। বুথের সামনে মারধর করা হয় কংগ্রেস কর্মী রমজান শেখকে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। কংগ্রেসের অভিযোগ বুথে আসার সময় মারধর করা হয় রমজান শেখকে। 

## দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে খুন তৃণমূল কংগ্রেস কর্মী। 

## মুর্শিদাবাদের লালগোলায় ভোট সংঘর্ষে মৃত্যু সিপিআই কর্মীর।

## পূর্ব বর্ধমানের কাটোয়ায় খুন তৃণমূল কংগ্রেস কর্মী। তৃণমূল প্রার্থীর বুথ এজেন্ট গৌতম রায় খুন।

## রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বড়শিমুল গ্রাম পঞ্চায়েতের চর বাজিতপুরের ৮৫ নম্বর বুথ দখল করা নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ। সংঘর্ষে গুরুতর আহত ৩। আহতরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

## সামশেরগঞ্জের শিকদারপুরে গুলিবিদ্ধ সিপিএম প্রার্থীর আত্মীয়া। ভোর রাতে চলে গুলি। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বোমার আঘাতে আরও এক সিপিএম কর্মী। 

## কোচবিহারের দিনহাটা ১ নম্বর ব্লকের ভাগ্নিরপার্ট ওয়ান এলাকায় গুলিবিদ্ধ ২ বিজেপি কর্মী। রাধিকা বর্মন ও চিরঞ্জিত কার্জি নামে ২ কর্মী ভোট দিতে গেলে তাদের লক্ষ্য করে তৃণমুল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ।  

## মালদার হরিশ্চন্দ্রপুর মালিওর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ। চলল গুলি। গুলিবিদ্ধ একজন।

## তৃণমূল-নির্দল সংঘর্ষ। মাথা ফাটল নির্দল কর্মীর। হাত ভাঙল টিএমসি কর্মীর। নয়াগ্ৰাম ব্লকের ৪ নম্বর মলম অঞ্চলের ১৭৬ নম্বর বুথের ঘটনা।

## হরিণঘাটায় বোমাবাজিতে আহত ৪। গুরতর আহত এক বিজেপি কর্মী। নদিয়ার হরিণঘাটা ব্লকের বৈকারা ২০৩ নম্বর বুথের ঘটনা।

## নদিয়ার চাপড়ায় নিহত তৃণমূল কর্মী। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু তৃণমূল কর্মী হামজার আলির। অভিযোগের তির বিরোধীদের দিকে। আহত প্রায় ৯-১০ জন।

## ব্যারাকপুরের মোহনপুরে চলল গুলি। তৃণমূল-নির্দল সংঘর্ষ। 

## মালদায় বোমা-গুলি চলছেই। এবার বোমাবাজি রতুয়ার চাঁদমনি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খোঁচ খামার প্রাথমিক বিদ্যালয়ে। ভোট দিতে যাওয়ায় সময় কংগ্রেস নেতা নাজির আলির নেতৃত্বে ভোটারদের উপরে হামলার অভিযোগ। জখম এক যুবক। 

## দক্ষিণ ২৪ পরগনার জিরানগাছায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু। 

## কানহাইয়া-করিম বিবাদের জেরে সংঘর্ষ উত্তর দিনাজপুরের ইসলামপুরে। গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। অভিযোগ করিমের অনুগামীদের বিরুদ্ধে। 

## মালদার মানিকচকে নিহত তৃণমূল কংগ্রেস কর্মী। গুরুতর জখম ৮ জন।

## কোচবিহারের ফলিমারিতে খুন বিজেপির পোলিং এজেন্ট। বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন। ফলিমারির ঘটনায় রিপোর্ট তলব।

## মুর্শিদাবাদের খড়গ্রামে খুন তৃণমূল কর্মী। কুপিয়ে খুনের অভিযোগ। কাঠগড়ায় কংগ্রেস।

## ওদিকে মুর্শিদাবাদের রেজিনগরেও খুন তৃণমূল কর্মী। বোমা মেরে খুনের অভিযোগ। নিহত তৃণমূল কর্মীর নাম ইয়াসিন শেখ। অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।

## পাশাপাশি, খড়গ্রামের রতনপুরে ফের বোমাবাজি। ডোমকলে চলল গুলি। আহত ২ তৃণমূলকর্মী। 

## ভাঙড় ২ নম্বর ব্লকে চকমরিচায় গুলিবিদ্ধ আইএসএফ কর্মী। অভিযোগের তির তৃণমূলের দিকে। উত্তপ্ত এলাকা। ঘটনাস্থলে পুলিস।

## আরামবাগের আড়ান্ডি ১ নম্বর অঞ্চলের সাতমাসায় গুলি নির্দল কর্মীকে। গুলি লেগেছে পায়ে। আক্রান্ত যুবকের নাম কায়েমউদ্দিন মল্লিক।

## আরামবাগেই বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল নেতার ছেলে। বোমাবাজিতে মারাত্মকভাবে জখম চোখ। উত্তপ্ত এলাকা।

##  ওদিকে ভোটের আগের রাতেই খুন কোচবিহারের বক্সীরহাটে। পাশাপাশি, মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে মৃত্যু শাসকদলের কর্মীর। 

##  ভোটের আগের রাতে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের সবংও। দুই তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

আরও পড়ুন, WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে কীভাবে কাজ করবে পুলিস? জারি হল বিজ্ঞপ্তি

WB Panchayat Election 2023: ভোটারদের স্বস্তি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কোন আবেদন মেনে নিল নির্বাচন কমিশন

প্রসঙ্গত, রাজ্যে মোট ৬১ হাজার ৬৩৬ বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪ হাজার ৮৪৩। অর্থাৎ, মোট বুথের ৭.৮৪ শতাংশ স্পর্শকাতর বুথ। কোন জেলায় কত স্পর্শকাতর বুথ রয়েছে তার একটি তালিকাও প্রকাশ করে কমিশন। আলিপুরদুয়ারে ১২১২ বুথের মধ্যে ২৫টি বুথ স্পর্শকাতর। বাঁকুড়ায় ৩১০০ বুথের মধ্যে ১১৬ টি বুথ স্পর্শকাতর।  বীরভূম ২৭৬৮ টি বুথের মধ্যে ২২৮ টি বুথ স্পর্শকাতর। কোচবিহারের তালিকায় ২৩৮৫ টি বুথেরে মধ্যে স্পর্শকাতর বুথ ৩১৭টি। দক্ষিণ দিনাজপুরে ১২২৩ বুথ স্পর্শকাতর ৮৪। দার্জিলিংয়ে মোট বুথ ৫১৪ টি এবং স্পর্শকাতর ২৭ টি বুথ। হুগলি জেলায় ৩৮৫১ টি বুথের মধ্যে স্পর্শকাতর ২০৯ টি। হাওড়ায় ৩০৩১ এর মধ্যে ৩৫৩ টি বুথ স্পর্শকাতর। জলপাইগুড়ির ১৬৬০ এর মধ্যে ৭৪ টি বুথ স্পর্শকাতর। ঝাড়গ্রাম ১০৪৫ এর মধ্যে ৪৫ টি বুথ স্পর্শকাতর। 

এছাড়া  কালিম্পং জেলার ২৬৩ টির মধ্যে ৮টি বুথ সেই তালিকায়। মালদায় মোট ৩০৩৫ বুথের মধ্যে ২৭০টি স্পর্শকাতর। মুর্শিদাবাদে সেই সংখ্যা ৫৪৩৮ এর মধ্যে ৫৪১ টি। নদিয়া ৩৮৯৬ এর মধ্যে ৩৭৩। উত্তর ২৪ পরগনা ৪৫৩২ এর মধ্যে ২৫৮ টি বুথ স্পর্শকাতর। পশ্চিম বর্ধমানের ৯৮৮ টি বুথের মধ্যে ৪০টি বুথ সেই তালিকায়।পশ্চিম মেদিনীপুর ৩৮৬৭র মধ্যে ৩০৫, পূর্ব বর্ধমান ৩৯৩৩ এর মধ্যে ৩৪২ টি বুথ স্পর্শকাতর, পূর্ব মেদিনীপুর ৪১২৮ এর মধ্যে ৩৫৬, পুরুলিয়া ২৪০৫ বুথের মধ্যে ২৫৩, দক্ষিণ ২৪ পরগনা ৬২২৬ এর মধ্যে ৫০২, উত্তর দিনাজপুর ২১২৬ এর মধ্যে ১০৮ টি বুথ কমিশনের স্পর্শকাতর বুথের তালিকায়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *