West Bengal Election 2023 : নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন! ভোট শুরুর আগেই কদম্বগাছিতে উত্তেজনা – independent candidate allegedly murdered by tmc supporters in barasat kadambagachi


পঞ্চায়েত ভোটের সকালে ফের খুন। উত্তর ২৪ পরগনার বারাসাত এক ব্লকের কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই খুনের ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। স্থানীয় সূত্রে খবর মৃতের নাম আবদুল্লা আলি (৪১)। মহিলা নির্দল প্রার্থী তাসলিমা বিবিকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এমনকী মেরে তাঁর জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের প্রার্থী মুন্না বিবির স্বামী রিয়াজুল আলি ওরফে রাজুর বিরুদ্ধে খুনের অভিযোগ।

Gram Panchayat Election 2023 : নির্বাচনের ১ দিন আগে তপ্ত রাজনীতি! BJP সমর্থিত নির্দল প্রার্থীর স্বামীকে বেধড়ক মার
পরিবার সূত্রে খবর, স্থানীয় তৃণমূল প্রার্থী টিকিট পাওয়ার পর এলাকায় বিক্ষোভ তৈরি হয়। এরপরই বিক্ষুব্ধ তৃণমূলকর্মী সমর্থকরা ৪১ ও ৪২ নম্বর বুথে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সিদ্ধান্ত নেন। নির্দল প্রার্থীর সমর্থনেই প্রচার করছিলেন মৃত আবদুল্লা। অভিযোগ, লাগাতার তার উপর হুমকি আসছিল। শুক্রবার রাতে তাঁকে তৃণমূল প্রার্থীরা ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ধারাল অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। গভীর রাতেই তাকে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Panchayat Vote 2023 : বীরভূমে BJP সমর্থিত নির্দল প্রার্থীর স্বামীর দেহ উদ্ধার, মিলল গুলির খোলও!
নির্দল সমর্থকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাস্তা অবরোধ করেন নির্দল প্রার্থীর সমর্থকরা। টায়ার জ্বালিয়ে চলতে থাকে প্রতিবাদ। আশ্চর্যজনকভাবে ঘটনাস্থলে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পীরগাছা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকর্মীরা। পরবর্তীকালে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে গিয়েছে বলে জানা গিয়েছে।

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় লাগাতার হিংসার ঘটনা ঘটছে। আজ নির্বাচনের দিন অবধি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩। কবে বন্ধ হবে এই সন্ত্রাস? কবে বাংলার ভোটে সন্ত্রাসমুক্ত হবে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Panchayat Election 2023 : রাতের অন্ধকারে তৃণমূলের ফেস্টুন-ব্যানার ছিঁড়ে বোমাবাজির অভিযোগ! আতঙ্ক বসিরহাটে
অন্যদিকে শনিবার সকাল থেকে উত্তপ্ত মুর্শিদাবাদের রেজিনগর। শুক্রবার রাতে রেজিনগরের নাজিরপুর এলাকায় বোমার আঘাতে এক তৃণমূল সমর্থকের মৃত্যু হয়। সেই মৃত্যুর ঘটনার পর থেকে উত্তপ্ত এলাকা। সকাল থেকে এলাকায় দফায় দফায় বোমাবাজির অভিযোগ উঠেছে। সকেট বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল। বোমার আঘাতে এক সিপিএম কর্মীর নাক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। অন্যদিকে রাজ্যপালের সফরের মধ্যেই শুক্রবার বেলডাঙায় এক কংগ্রেস সমর্থককে খুন করা হয়। সেই ঘটনাতেও তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *