West Bengal Election 2023 : সব দোষ রাজ্যপাল-বিরোধীদের! পঞ্চায়েত ভোটের ‘রেড স্যাটারডে’ তৃণমূলের চোখে শান্তিপূর্ণ – trinamool congress attack opposition says west bengal panchayat election was peaceful


পঞ্চায়েত ভোটের দিন দফায় দফায় উত্তেজনা ছড়াল রাজ্যের বিভিন্ন অংশে। যদিও এই অশান্তির ঘটনা ১ শতাংশেরও কম বুথে ঘটেছে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করল তৃণমূল। শুধু তাই নয়, বাম-কংগ্রেস- BJP-ISF-এর পাশাপাশি শাসক শিবিরের নিশানায় রাজ্যপাল সিভি আনন্দ বোসও।

এদিন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, “কুৎসা, অপপ্রচার করেছে বিরোধীরা -বাম, বিজেপি, কংগ্রেস আইএসএফ। তারা চেয়েছিল সুষ্ঠু নির্বাচন যাতে না হয়। কিন্তু, ১৩.-১৪ জেলায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। প্রায় ৬১ হাজার বুথের মধ্যে বড় অশান্তি ৮ থেকে ৯টা বুথে এবং ছোটখাটো সবমিলিয়ে ৬০টা বুথে অশান্তির খবর সামনে এসেছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কী ছিল তা প্রশ্ন উঠেছে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, কোন দলে ভোট দিতে হবে তা সেই বিষয়েও প্রভাব খাটিয়েছে BSF।”

Madan Mitra : ‘ওর খেলা শেষ হয়ে গিয়েছে…’, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুকে কটাক্ষ মদনের
তিনি আরও বলেন, “প্রত্যেটি মৃত্যু দুঃখজনক। দল মত নির্বিশেষে কোনও মৃত্যু কাম্য নয়। তবে যতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে ৬০ শতাংশ TMC কর্মী।”

এদিকে রাজ্যপালকেও এদিন নিশানা করেন কুণাল ঘোষ। তিনি বলেন, “বাংলায় ভোট হচ্ছে না এই দাবি করে আতঙ্কের মার্কেটিং করছে বিরোধীরা। ৬১ হাজারের বেশি বুথ। তার মধ্যে নয়টি বড় ঘটনা আর ৬০টি বুথে গন্ডোগোলের ঘটনা। যদি তৃণমূলের কেউ মারা যায় তখন গোষ্ঠী দ্বন্দ্বের তত্ত্ব ওঠে। বিরোধীদের মৃত্যু হলে সেখানে তৃণমূলকে অভিযোগ করা হচ্ছে। BJP, ISF, কংগ্রেস, বামেরা কিছু পরিকল্পনা করে উসকানি দিয়েছে। এই গোটা ঘটনার পেছনে রাজ্যপালও রয়েছেন।”

Suvendu Adhikari : ডি ডে-তে গাড়ি ছেড়ে টোটোয়, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শুভেন্দু
তিনি আরও বলেন, “বিজেপির এক নেতা বলছেন তিনি দিল্লিতে গিয়ে টাকা আটকে দেবেন। ভোটের সঙ্গে টাকা আটকে দেওয়ার কী সম্পর্ক! এটা প্রতিহিংসার রাজনীতি। বিরোধীরা বুঝে গিয়েছেন মানুষ তাঁদের সঙ্গে নেই। তাই বাংলাকে কলুষিত করতে এই সমস্ত বলছেন। আর তাঁদের অভিভাবক হয়েছে রাজ্যপাল।”

এদিন শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, “শুভেন্দু বলছে কোর্টে যাবেন। যাক না! লোকে রেস্তোরাঁয় যায়, পার্লারে যায়, শুভেন্দু কোর্টে যান…আমি তো শুনেছি তিনি পার্লারেও যান।”

North 24 Parganas Panchayat Election : ছাপ্পার ধান্দায় বোমা হাতে বুথে দুষ্কৃতীরা, প্রাণ বাঁচাতে দৌড় ভোট কর্মীদের! তারপর…
কুণালের সংযোজন, “মণিপুর জ্বলছে আগে তা ঠিক করুন। আগে মণিপুরের দিকে নজর দিন। অতি সামান্য অশান্তি ছাড়া নির্বিঘ্নে বাংলায় উৎসবের আমেজে ভোট হয়েছে।”

অন্যদিকে, ব্রাত্য বসু বলেন, “দিনহাটায় ব্যালট বক্সে জল ঢালল কারা! কেন্দ্রীয় বাহিনী ঘুরে ঘুরে কিছু জায়গায় BJPকে ভোট দেওয়ার কথা বলল।” এদিন ব্রাত্যর নিশানাতেও ছিলেন রাজ্যপাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *