‘বোবা-কালা’র মতো কাজ করেছে কমিশন, চরম কটাক্ষ দিলীপের


West Bengal Panchayat Election : রক্তস্নাত পঞ্চায়েত নির্বাচনে কমিশনের ভূমিকা ছিল বোবা-কালা’র ন্যায়, অভিযোগ বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে ‘সংগঠিত’ ভোট লুঠ করা হয়েছে বলে দাবি তাঁর। দলীয় পর্যালোচনার পর একাধিক কেন্দ্রে পুনঃ নির্বাচন চাওয়া হবে বলেও দাবি করেন তিনি।

Gram Panchayat Election 2023 : নির্বাচনের ১ দিন আগে তপ্ত রাজনীতি! BJP সমর্থিত নির্দল প্রার্থীর স্বামীকে বেধড়ক মার
রবিবার সকালে খড়্গপুরে চা চক্রে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে শাসক শিবির থেকে রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘যে তৃণমূল পরিবর্তনের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল, কোথায় সেই পরিবর্তন হলো! আগের চেয়ে বেশি ভয়ের পরিবেশ তৈরি হলো। বেশি ক্ষয়ক্ষতি হলো। বিনা হিংসায় তৃণমূল একটা ভোটও জিততে পারবে না।’

Trending News In West Bengal : &amp#39;নেতাবাবুরা সুখেই থাকবে, ভোটের জন্য মারমারি করবেন না!&amp#39; দেওয়ালে লিখনে নয়া ট্রেন্ড
তাঁর মতে, ইচ্ছে করে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছিল, কোথাও বাসে করে ঘোরানো হয়েছিল, কোথাও বুথের কাছেই যেতে দেওয়া হয়নি তাঁদের বলে দাবি তাঁর। দিলীপ বলেন, ‘হাজার হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আসা হলো। তাদের বসিয়ে রাখা হয়েছে, কোথায় তারা চা খেয়েছে, বাসে করে ঘুরে বেড়িয়েছে, থানায় বসিয়ে রাখা হয়েছে।’

Panchayat Election 2023 : কেশপুরে অকাল হোলিতে মাতল তৃণমূল, প্রচারের শেষ দিনে কী এমন ঘটল জানেন?
পুরো বিষয়টিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে। এ প্রসঙ্গে দিলীপ বলেন, ‘ কমিশন কালা-বোবা বা কানা হলে যা হওয়ার তাই হয়েছে। তাঁর কথায়, প্রথম দিন থেকেই কমিশনের কান বন্ধ করে দেওয়া হয়েছে। চোখ বন্ধ করে দেওয়া। হিংসা শুরু হয়েছে, তবে কমিশন দেখতে পাইনি। ভোট সম্বন্ধে মানুষের মধ্যে ভয় বেড়েছে। সার্বিকভাবে রাজ্যের ভাবমূর্তি খারাপ হচ্ছে বলেই মনে করেন তিনি।

Dilip Ghosh : তৃণমূলকে হারাতে প্রয়োজনে সমস্ত বিরোধী শক্তি একজোটে লড়াবে: দিলীপ
যদিও, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম বা একাধিক স্পর্শকাতর জেলায় প্রভূত হিংসার আশঙ্কা করা হলেও সেই অর্থে অশান্তি ছড়াতে দেখা যায়নি বলে দাবি শাসক দলের। এতে দিলীপের প্রতিক্রিয়া, ‘বীরভূমে কেষ্ট নেই, তাই ওদের মধ্যে ভয় কাজ করেছে। কেষ্ট থাকলে মেরে ফাটিয়ে দিত। ডাকাতটা চলে গিয়েছে, তাই ভয়ে কেউ বেরোয়নি।’ বীরভূমে মানুষ বিজেপির সঙ্গে আছে, ভোটের ফলেও তা দেখা যাবে বলে দাবি দিলীপের।

Dilip Ghosh on Panchayat Violence : ‘সারা দেশে ছিছিক্কার…’ ক্ষোভ প্রকাশ দিলীপের

পাশাপাশি দিলীপ ঘোষের আরও প্রশ্ন, এত কোটি কোটি টাকা খরচ করে বিমানে করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছিল। তাঁদের সঠিকভাবে ব্যবহার করা হল না কেন? কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে ব্যবহার করলে এত মৃত্যু হতো না। এটা আদালত অবমাননারই সমান বলে দাবি বিজেপি সাংসদের। আজকের মধ্যেই কত বুথে পুনঃনির্বাচনের দাবি জানানো হবে, তার পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *