Governor CV Ananda Bose: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা রাজ্যপালের, গ্রাউন্ড জিরোর রিপোর্ট দেবেন বোস? জল্পনা – governor cv ananda bose going to delhi speculation says he will meet amit shah election23


শনিবার পঞ্চায়েত ভোটে নিদারুণ হিংসার সাক্ষী বাংলা। রক্তের হোলি খেলায় বলি ১৫টি প্রাণ। মনোনয়ন পর্ব থেকে রাজ্যে হিংসা-অশান্তি রুখতে সচেষ্ট রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেখানে অশান্তির অভিযোগ পেয়েছেন ছুটে গিয়েছেন গ্রাউন্ড জিরো রাজ্যপাল। হিংসা সংঘর্ষের পঞ্চায়েত ভোটের দিনও রাজভবন নয়, রাস্তায় থেকে সরেজমিনে দেখেন ভোট পরিস্থিতি। সেই ভোট পর্ব মিটতে না মিটতেই দিল্লি যাত্রা রাজ্যপাল বোসের।

ভোটের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিল্লি রওনা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। রাজনৈতিক মহলে একাংশের জল্পনা তবে কি রাষ্ট্রপতি শাসন জারির আবেদন করবেন। অন্য অংশের অনুমান গত একমাসে হিংসার গ্রাউন্ড ভিজিট সহ পঞ্চায়েতের হিংসার রিপোর্ট দেবেন তিনি। যদিও এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বোস বলেন, তিনি নিজের ব্যক্তিগত কিছু কাজে দিল্লি যাচ্ছেন।

West Bengal Governor: ‘আমি রাস্তায় থাকব…’, ভোটের দিন ভোর থেকেই বসিরহাট থেকে নদিয়া পরিদর্শনে রাজ্যপাল

মনোনয়ন ঘোষণা হতেই হিংসা, অশান্তি, প্রাণহানির খবর পেয়ে ছুটে যান কোচবিহার, দিনাজপুর থেকে ভাঙড়, ক্যানিং। ভোটের আগের দিন পর্যন্ত রাজ্যপাল ভোট সন্ত্রাসে হতাহতের পরিবার বর্গের সঙ্গে দেখা করেছেন কেস রিপোর্ট নিয়েছেন। সন্ত্রাস রুখতে রাজভবনে খোলেন পিস বুথ। শনিবার বাঁধ ভেঙে যায় সন্ত্রাসের। রাজ্য জুড়ে জেলায় জেলায় সিংহভাগ বুথে চলে নজিরবিহীন সন্ত্রাস। বুথ দখল করে ছাপ্পা, পালটা কোথাও ব্যালট বক্সে জল, ভাতের ফ্যান আগুন। কোথাও আবার দুষ্কৃতিরা ব্যালট সমেত ব্যালট বক্স ফেলে দিল নর্দমায়, পুকুরে। পাশাপাশি ভোটের লাইন থেকে বুথে সন্ত্রাসে প্রাণ হারান ১৫ জন।

Panchayat Election West Bengal: বল্গাহীন সন্ত্রাসের তুর্কিনাচ! পঞ্চায়েত ভোটে রক্ত দিয়ে হোলি খেলল বাংলা

মনোনয়ন পর্বেই সন্ত্রাস দেখে বারবার নির্বাচন কমিশনারের উপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর ভূমিকা নিয়ে বারংবার সমালোচনা করেছে শাসক দলের নেতা মন্ত্রীরা। বিজেপির ক্যাডার থেকে রাক্ষস পর্যন্ত নামে অভিহিত করা হয় রাজ্যপালকে। সাাংবিধানিক প্রধানকে এমন আক্রমণের নিন্দা করেন বিজেপি নেতারা। যদিও রাজ্যপালের এই কাজকে অতিসক্রিয় হিসেবে ব্যাখা করেছেন বামেরাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *