Heart Attack : মায়ের পর ছেলেও স্টেশনেই হৃদরোগে আক্রান্ত ! বাঁকুড়ার তরুণ চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু – young doctor death at bankura station by cardiac arrest


মায়ের পর আবারও স্টেশনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ছেলের। স্টেশনের মাঝে হঠাৎ হৃদরোগে আক্রান্ত তরুণ চিকিৎসক। তারপরেই মৃত্যু। ঘটনাটি বাঁকুড়া স্টেশনে। মৃত চিকিৎসকের নাম অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। তরতাজা এই চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া গোটা পরিবারে। শোকস্তব্ধ বাঁকুড়ার চিকিৎসকমহলও।

জানা গিয়েছে, পরিচিতের এক রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠানে আগত অতিথিদের আনতে স্টেশনে গিয়েছিলেন অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। সেই সময় স্টেশনেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপরেই হয় মৃত্যু। এই বছরই পিডিয়াট্রিক্সে এম. ডি. হয়েছিলেন তিনি।

Nursing Student Died Eating Phuchka : ফুচকার টকজল খেয়ে হড়হড়িয়ে বমি! পড়ুয়ার আচমকা মৃত্যুতে চাঞ্চল্য
স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়া শহরের মাচানতলার বাসিন্দা অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা আগেই প্রয়াত। বর্তমানে তাঁর বৃদ্ধ বাবা অসিত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে থাকতেন তিনি। ছেলের স্টাইপেণ্ডের টাকায় সংসার চলতো তাঁদের। বছর তিনেক আগে হাওড়া স্টেশানে অরিজিতের মায়ের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে। আর ঠিক সেভাবেই বাঁকুড়া রেলওয়ে স্টেশনে মৃত্যু হল ছেলের।

Accident at School : ক্লাস চলাকালীন সিলিং ফ্যান পড়ে মাথা ফাটল ২ ছাত্রীর, দুর্ঘটনা হুগলির স্কুলে
বাঁকুড়া জেলা স্কুলের কৃতি ছাত্র অরিজিৎ আর.জি.কর মেডিক্যাল কলেজ থেকে এম.বি.বি.এস পাশ করে ন্যাশানাল মেডিক্যাল কলেজ থেকে এম. ডি. করেন। আগামী কয়েক দিন পরেই কাউন্সিলিং-এর কথা ছিল। এরই মাঝে শনিবার রাতে এক বন্ধুর রেজিস্ট্রি ম্যারেজ উপলক্ষ্যে কলকাতা থেকে আসা কয়েক জন বন্ধুকে স্টেশানে নিতে যায় সে। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়ে। সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মায়ের পর ছেলেরও একইভাবে মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Nation Trending News : বলি দেওয়া ছাগল রান্না করে খেতে গিয়ে বিপত্তি, চোখ গলায় আটকে মৃত্যু প্রবীণের
কয়েকদিন আগে স্কুলে ছাত্রীর মৃত্যু
প্রসঙ্গত, দিন কয়েক আগে দক্ষিণ কলকাতার একটি নামী স্কুলেও এই ধরনের ঘটনা ঘটে। স্কুলের প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। ঘটনার দিন সকাল ৯টা নাগাদ স্কুলে প্রার্থনা চলছিল। শোনা যায় প্রার্থনা চলাকালীনই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। প্রার্থনার মাঝেই সংজ্ঞাহীন হয়ে পড়ে সে। স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানর আগেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর।

Beldanga Bomb Blast : ফের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত্যু কংগ্রেস কর্মীর! উত্তেজনা এলাকায়
এরপর স্কুলের কর্তৃপক্ষের তরফে মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশকেও জানান হয় গোটা বিষয়টি। দেহটি পাঠান হয় ময়নাতদন্তের জন্য। প্রাথমিক ভাবে অনুমান হৃদরোগেই আক্রান্ত হয়েছিল ওই ছাত্রী। কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই মৃত্যু কোলে ঢলে পড়ে সে। ঘটনায় শোকে ভেঙে পড়ে মৃতার পরিবার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *