Humayun Kabir IPS : ‘আমি খুব লজ্জিত…দল পরামর্শ চায় না’, ভোটের হিংসায় ‘মন খারাপ’ হুমায়ুনের – humayun kabir ex ips tmc mla said he is feeling shame on panchayat election violence


‘আমি খুব লজ্জিত, এই মানুষগুলো তো আর ফিরবে না, এদের বাড়ির লোকগুলোর কী হবে’, পঞ্চায়েত নির্বাচনে এত হিংসা ও মৃত্যু দেখে প্রতিক্রিয়া প্রাক্তন পুলশ কর্তা তথা বর্তমান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। এই সময় ডিজিটালকে তিনি বলেন, ‘একই জিনিস চলে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে। প্রধান অনেকে হবে, পঞ্চায়েত সমিতির সভাপতি হবে, কর্মাধ্যক্ষ হবে, এই লোকগুলো যারা ফিরতে পারল না, তাদের পরিবারের কী হবে? এটা আমরা করতে পারছি না কেন?’

‘দল পরামর্শ চায় না’
প্রাক্তন এই পুলিশ কর্তা আরও বলেন, ‘অভিষেকবাবু (অভিষেক বন্দ্যোপাধ্যায়) আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন, যাতে রক্তপাতহীন ভোট হয়, তারপরেও এত রক্তপাত হল, আমাদের সকলের একটা মিলিত দায়িত্ব আছে।’ তাহলে প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে কি এই বিষয়ে দলকে কোনও পরামর্শ দেবেন তিনি? উত্তরে তৃণমূল বিধায়ক বলেন, ‘দল তো আমার পরামর্শ চায় না। দলে পরার্শদাতা অনেকে রয়েছে। দল চাইলে নিশ্চয় দেব।’

Lokkhir Bhandar : ‘লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে…’, তৃণমূল বিধায়কের ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল
প্রসঙ্গত, বিগত পঞ্চায়েত নির্বাচনগুলির মতো এবারেও ভোটের দিন হিংসা ও খুনের ঘটনায় প্রথম সারিতে রয়েছে মুর্শিদাবাদ। নির্বাচনের দিন শুধুমাত্র মুর্শিদাবাদেই মৃত্যু হয়েছে ৫ জনের। একসময় এই মুর্শিদাবাদের পুলিশ সুপার পদেও দায়িত্ব পালন করেন হুমায়ুন কবীর। আর শুধু মুর্শিদাবাদ নয়, উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত নির্বাচনের দিন ঝরে গিয়েছে অনেক প্রাণ। যদিও খুনের ধারা চালু হয়েছিল মনোনয়ন পর্ব শুরুর সময় থেকেই। ভোটের দিনও যা অব্যাহত থাকল। এছাড়াও বোমা, গুলি ও ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে আরও বেশ কয়েকজন এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

Panchayat Election Violence : ভোট মিটতেই BJP-র মণ্ডল সভাপতিকে কাটারির কোপ! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এমনকী ভোট মিটে গেলেও থামেনি হিংসা। রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল রাত থেকেই আসতে শুরু করেছে ভোট পরবর্তী হিংসার খবর। তাতেও আহত হয়েছেন বেশকিছু মানুষ। কোথাও কোথাও আবার ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদও দেখান হয়েছে।

WB Panchayat Violence : পানাপুকুর আর পাটক্ষেত থেকে উদ্ধার ব্য়ালটবাক্স!

যদিও এবারে নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে বারেবারেই দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তৃণমূলের ছোট-বড় প্রায় সমস্ত নেতার মুখেই শোনা গিয়েছিল একই কথা। যদি তারপরেও নির্বাচনের দিন দেখা গেল একেবারেই অন্য ছবি। আর ঘটে যাওয়া হিংসা ও অশান্তিতে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তবে কি দলের শীর্ষ নেতৃত্বের বার্তা এবারেও পৌঁছাল না তৃণমূলস্তরে? প্রশ্ন উঠছে রাজনৈতিকমহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *