Kolkata East West Metro : ঘুম বড় বালাই! বউবাজারে প্রতি রাতে ৪ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোর খোঁড়াখুঁড়ি, ঠিক কোন সময়? – kmrcl decided to stop digging for 4 hours everyday at bowbazar are in kolkata east west metro project


মেট্রোর কাজের জন্য রাতে ঘুমের বারোটা বেজে গিয়েছে বউবাজার অঞ্চলের এক বড় অংশের বাসিন্দাদের। যার প্রেক্ষিতে রাতে কাজ বন্ধ রাখার আবেদন জানিয়ে নির্মাণকার্যের দায়িত্বে থাকা সংস্থাকে চিঠিও লিখেছিলেন এলাকাবাসী। তার প্রেক্ষিতে এবার ৪ ঘণ্টা খনন কার্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। মধ্যরাত থেকে ভোর ৪টে পর্যন্ত খনন কার্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেট্রোর কাজের জেরে সৃষ্ট আওয়াজ ও কম্পণের কারণে নিদ্রাহীন রাত কাটাতে বাধ্য হওয়া বাসিন্দাদের প্রতিবাদের প্রেক্ষিতে শুক্রবার একটি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। এর আগে এলাকার প্রায় ৫০ জন বাসিন্দা রাতে শব্দ ও কম্পন বন্ধ রাখার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল-কে চিঠি দেয়। তারপরেই ওই বৈঠকের মধ্যে দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Kolkata Metro : ময়লা ফেলছেন আপনি, রোজগার হচ্ছে মেট্রোর!
দুর্গা পিথুরি লেন এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের সমস্যার কথা সুনে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে কেএমআরসি-কে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে রাতে কাজ বন্ধ রাখার অনুরোধ জানান হয়। এছাড়াও বাসিন্দারা কেএমআরসি-র ম্যানেজিং ডিরেক্টরকে পৃথক একটি চিঠিও লিখেছিলেন।

Kolkata Metro : ‘রাতে ঘুমোতে দিন’, ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষকে চিঠি বউবাজারের বাসিন্দাদের
এই বিষয়ে শুক্রবার কাউন্সিলরকে কেএমআরসি জানায়, কাজ দ্রুত শেষ করার জন্য, তারা চব্বিশ ঘন্টা কাজ করছে। তারা কম্পন পরিমাপ করেছে… এবং সেটি অনুমোদিত সীমার মধ্যেই রয়েছে। খননের কাজ সাধারণত রাতেই করা হয়। তবে জনসাধারণের অসুবিধার কথা বিবেচনা করে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে খনন কাজ ঘুমের সময় অর্থাৎ ০০:০০ থেকে ০৪:০০ ঘণ্টার মধ্যে বন্ধ রাখা হবে। যদিও কেএমআরসি-র এই সিদ্ধান্তে খুশি নন স্থানীয় বাসিন্দারা। এই সময়টা খুবই কম বলে জানাচ্ছেন তাঁরা।

KMC : কলকাতার একগুচ্ছ রাস্তা সারাইয়ের পরিকল্পনা পুরসভার, কবে শেষ হবে কাজ?
এক্ষেত্রে এক স্থানীয় বাসিন্দা বলছেন, আদর্শ ঘুমের জন্য ৪ ঘণ্টা নয়, ৮ ঘণ্টা কাজ স্থগিত রাখা উচিত ছিল। অনেক বয়স্ক ও শিশুরা রয়েছেন, যাঁদের শরীরে পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে মারাত্মক প্রভাব পড়তে পারে।

Amarnath Yatra 2023 : টানা বৃষ্টি, খারাপ আবহাওয়ার জের! স্থগিত অমরনাথ যাত্রা
এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর অবশ্য ভারসাম্য বজায় রাখার কথাই বলছেন। তিনি বলেন, একটা ভারসাম্য রাখতে হবে। বাসিন্দাদের সমস্যা কমাতে কেএমআরসিএল-এর যেমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত, তেমনই বাসিন্দাদেরও একটু মানিয়ে নিতে হবে। তাঁর মতে, প্রকল্পের আর ক্ষতি হওয়া উচিত নয়। প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রো এখন সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত চলছে। এই কাজ শেষ হলে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পথে যুক্ত হয়ে যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *