Kolkata Traffic Update : আজ শহরের কোথায় মিটিং মিছিল-কেমন যানজট? জেনে নিন – kolkata traffic update and traffic jam in city on today 9 july 2023


সপ্তাহভর ব্যস্ততার পর আজ রবিবার, ছুটির দিন। আজ শহর কলকাতার ঘুম ভাঙে একটু দেরি করে। কারণ আজ নিত্যযাত্রীদের বেশিরভাগেরই নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরোনর তাড়া নেই। নেই সঠিক সময়ে অফিসে পৌঁছানোর হুড়োহুড়ি। সুতরাং আজ রাস্তাঘাটের যানজট বা যানবাহনের সংখ্যা নিয়ে সপ্তাহের বাকি দিনগুলির তুলনায় মাথাব্যথা কিছুটা হলেও কম। তবে অনেকেই আছেন, যাঁদের রবিবারও বাড়ি থেকে বিভিন্ন কাজে বেরোতে হয়। বহু মানুষ এমন অনেক জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, যেখানে সপ্তাহের এই ছুটির দিনে যেতে হয় কাজের জায়গায়। তাই তাঁদের কাছে শহরের রাস্তার হালহকিকৎ ঠিক কেমন, সেটা জানা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে।

কলকাতার ট্রাফিক আপডেট
এই প্রসঙ্গে কলকাতা ট্রাফিক কন্ট্রোল অবশ্য সকাল সকালই আপডেট দিয়েছে। জানা গিয়েছে, আজ এখনও পর্যন্ত শহর কলকাতার যান চলাচল স্বাভাবিক। কোথাও কোনও দুর্ঘটনারও খবর নেই। একইসঙ্গে নেই কোনও মিটিং-মিছিলের খবরও। সেক্ষেত্রে আজ যাঁরা বাড়ি থেকে কোনও কাজে বেরোচ্ছেন. তাঁদের কাছে এই আপডেট কিছুটা হলেও স্বস্তির ধরে নেওয়া যেতে পারে।

Howrah Bus Stand : ১৫০ টিকিট বিকোচ্ছে ৫০০ টাকায়, হাওড়ায় বাড়তি বাস ভাড়ায় নাজেহাল যাত্রীরা
যদিও শহর কলকাতার গতকালের চিত্রটা কিন্তু এমন ছিল না। প্রসঙ্গত মনে রাখতে হবে, গতকালই ছিল রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলি থেকে প্রতিদিনই হাজার হাজার মানুষ শহরে আসেন। তাঁদের মধ্যে একটা বড় অংশের মানুষই পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তাই গতকাল সেইসব জায়গায় ভোট থাকায় তাঁদের অনেকেই শহরমুখী হননি। ফলে গতকাল কলকাতার রাস্তা তুলনামূলক ছিল কিছুটা ফাঁকা। তবে আবার গতকাল ও গত পরশু শহরে রাস্তায় বাসের পরিমানও অনেকটাই কম ছিল বলে অভিযোগ। ফলে যাঁরা গতকাল নিজ নিজ কাজে বেরিয়েছিলেন তাঁদের গন্তব্যে পৌঁছতে বা কাজ সেরে বাড়ি ফিরতে অসুবিধার সম্মুখীন হতে হয়।

Kolkata Traffic Updates : ভোটের দিনে শুনশান শহরের রাস্তাঘাট, বাস অমিল! স্বস্তি না চেনা ভোগান্তি?
এদিকে আবার যানবাহন কম থাকার সুযোগে কিছু অসাধু পরিবহণ ব্যবসায়ী যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নিয়েছেন বলে অভিযোগ। গত পরশু দিন হাওড়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে কোনও কোনও বাসে যাত্রীদের থেকে তিনগুণেরও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে। আর সবচেয়ে বড় কথা গোটা বিষয়টা পুলিশকর্মীদের সামনে ঘটলেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি বলেই অভিযোগ যাত্রীদের। এই পরিস্থিতিতে বাড়তি গাঁটের কড়ি খরচ করেই নিজের গন্তব্যে পৌঁছতে হয় যাত্রীদের। অনেক ক্ষেত্রে দেখা যায়, বাসের ভিতরে জায়গা না থাকায়, ঝুঁকি নিয়ে ছাদে চেপেই রওনা দিতে হয়েছে তাঁদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *