Post Poll Violence in WB : BJP কর্মীদের বাড়িতে তৃণমূলের হামলা! ভোট পরবর্তী হিংসার অভিযোগ বাঁকুড়ায় – trinamool congress attack on bjp workers house allegations of post poll violence in bankura election23


West Bengal Panchayat Violence : ভোট পরবর্তী হিংসায় এবার উত্তপ্ত হয়ে উঠল গঙ্গাজলঘাটির শ্রীরামপুর বড়শাল গ্রাম। ভোট শেষে শনিবার সন্ধ্যার পর থেকে ওই গ্রামের একের পর এক BJP কর্মী-সমর্থকের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আতঙ্কিত গোটা গ্রাম। স্থানীয় সূত্রে খবর, ভোটের দিন ওই গ্রামে BJP-তৃণমূল কর্মীদের মধ্যে বচসা হয়।

পরে সেই সমস্যার সমাধান হলেও ভোট মিটতেই রাতের একের পর এক BJP কর্মী সমর্থকের বাড়িতে তৃণমূল হামলা চালানোর পাশাপাশি নির্বিচারে ইঁট বৃষ্টি করতে থাকে বলে অভিযোগ। নির্বিচারে একের পর এক বাড়ি ভেঙে দেওয়া হয়। পরে পুলিশ গ্রামে পৌঁছে ফের BJP কর্মীদেরই মারধর করে বলে অভিযোগ।

Asansol Panchayat Election : শেষ মুহূর্তে উত্তপ্ত আসানসোলের সালানপুর ব্লক, বুথে ঢুকে দেদার ছাপ্পা দুষ্কৃতীদের
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এই মুহূর্তে বাড়ির বাইরে বেরোতে পারছেন না বলে অনেকেই দাবি করেছেন। পুরো ঘটনার পিছনে পুলিশ ও তৃণমূল যুক্ত, দাবি শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির। এমনকি পুলিশ একাধিক BJP কর্মীকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। বিষয়টি ইতিমধ্যে তিনি পুলিশ প্রশাসন থেকে নির্বাচন কমিশন সর্বত্র জানিয়েছেন বলে জানান।

Panchayat Election 2023 : তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ! ব্যাপক মারধর BJP বিধায়কের আত্মীয়দের
বলেন, ‘এই এলাকায় তৃণমূলের ছাপ্পা ভোটের কৌশল রুখে দিয়েছেন BJP কর্মীরা। তাই তৃণমূলের এত রাগ। পুলিশকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে আর আটক করে BJP কর্মীদের হেনস্তা করা হচ্ছে।’ এদিকে, BJP-র এক পোলিং এজেন্টের ভাই বসন্ত মণ্ডল বলেন, ‘গতকাল রাতে আমার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। যেহেতু আমার দাদা BJP-র পোলিং এজেন্ট ছিলেন শনিবার ভোটের দিন, তাই আক্রোশের কারণে এই হামলা। আমাদের বাড়িতে বেশ অনেকক্ষণ ধরে ভাঙচুর চালানো হয়। আমরা সবাই গ্রামের মধ্যেই আতঙ্কে রয়েছি।’

Panchayat Election 2023 : ভাইয়ের হয়ে প্রচারে যাওয়ায় দোষ? দিনহাটায় BJP কর্মীর বাড়িতে পড়ল বোমা
যদিও এই ঘটনার পিছনে তৃণমূল কর্মীদের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের গঙ্গাজলঘাটি ব্লক – ২ সহ সভাপতি জীতেন গড়াই দাবি করে বলেন, ‘বড়শাল গ্রামের ঘোষ পরিবারের পারিবারিক সমস্যাকে BJP রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে। আমার ব্লকে সব কটি আসনেই তৃণমূল জিতবে। তাই বিরোধীদের ভয় দেখানোর দরকার আমাদের নেই। আসলে BJP এখানে জিততে পারবে না জানে। তাই পূর্বপরিকল্পনা করে মিথ্যে কথা রটিয়ে যাচ্ছে।’ বিধায়ক চন্দনা বাউরি মিডিয়ার প্রচারে আসতেই এই সব বলছেন বলে তিনি দাবি করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *