Post Poll Violence In West Bengal : গ্রামে পুলিশ ঢুকতেই ঝাঁটা বঁটি হাতে তাড়া মহিলাদের! তুলকালাম কুলপি – when police entered village women were chased with broomsticks in kulpi election23


West Bengal Panchayat Election Violence : ভোট পরবর্তী হিংসার জেরে জর্জরিত হয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা। একের পর এক ঝামেলা অশান্তির জেরে বিরক্ত গ্রামের মানুষজন। হিংসা ঠেকাতে পুলিশ সদর্থক ভুমিকা নিচ্ছে না, এমন অভিযোগ উঠেছে বারবার। আর সেই কারণেই এবার কুলপিতে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন গ্রামের মহিলারা। ঢুকতে দিলেন না পুলিশকে।

ভোট পরবর্তী অশান্তিতে গ্রামে পুলিশ ঢুকতেই লাঠি, ঝাঁটা ও বঁটি নিয়ে পুলিশের সামনে প্রতিরোধ করেন গ্রামের মহিলারা। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কুলপির উদয়রামপুরের ৭৪ নং বুথ। এলাকার নির্দল কর্মী সমর্থকদের অভিযোগ, রবিবার এলাকার তৃণমূল প্রার্থী আবুল হোসেন গাজি দলবল নিয়ে নির্দল প্রার্থী চম্পা হালদারের উপর চড়াও হন। এরপরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

Panchayat Election 2023 : টিকিট না পেয়ে ক্ষোভ! নির্দল প্রার্থীদের বেধড়ক মারের মুখে তৃণমূল কর্মীরা, উত্তেজনা
এদিকে এই ঘটনায় কুলপি থানার পুলিশ বিরোধীদের বেশ কয়েকজনকে আটক করলে গ্রামের মহিলারা লাঠি ঝাঁটা বঁটি নিয়ে গ্রামে পুলিশ ঢুকতেই প্রতিরোধ গড়ে তোলেন। নির্দল প্রার্থী চম্পা হালদার বলেন, ‘গতকাল ভোটের সময় থেকেই উত্তেজনা ছিল। এরপর আজ সকালে তৃণমূল প্রার্থী তাঁর দলবল নিয়ে এসে আমার ও আমার সমর্থকদের ওপরে হামলা চালায়। আমরাও প্রতিরোধ করে পালটা পদক্ষেপ করি। তারপরই পুলিশ এসে আমার কয়েকজন সমর্থককে ধরে নিয়ে যায়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের মহিলারা। পুলিশ গ্রামে আবার আসতেই তাঁরা সামনে গিয়ে দাঁড়িয়ে পুলিশকে তাড়িয়ে দেন। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করাতেই এই ঘটনা ঘটেছে।’

Post Poll Violence in West Bengal : TMC-CPIM সংঘর্ষে তুমুল উত্তেজনা-বোমাবাজি আমডাঙায়, আহত একাধিক
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল ও নির্দল দুটি দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উদয়রামপুর এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আর তাঁদের উপর চড়াও হয়েছেন এলাকার মহিলারা। এদিকে, এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Panchayat Election 2023 : ভাইয়ের হয়ে প্রচারে যাওয়ায় দোষ? দিনহাটায় BJP কর্মীর বাড়িতে পড়ল বোমা
স্থানীয় এক তৃণমূল নেতা বলেছেন, ‘হামলা আগে ওই নির্দল প্রার্থীর লোকেরা করেছিল। গতকাল ভালোভাবে ভোট শেষ হওয়ার পর থেকেই ওরা বুঝে গিয়েছে যে হেরে যাবে। সেই কারণে এলাকাকে অশান্ত করতে চাইছে ও এলাকা দখল করতে চাইছে। কিন্তু আমরা তা হতে দেব না। সেই কারণেই নির্দল প্রার্থীর দাদাগিরির প্রতিবাদ করা হয়েছে। আর এতে আমাদের কিছু কর্মী আহতও হয়েছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *