Post Poll Violence In West Bengal : জায়গায় জায়গায় শুরু ভোট পরবর্তী হিংসা! আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ – post poll violence started across district after panchayat election over


Panchayat Election Violence : পঞ্চায়েত ভোট মিটতেই হাওড়া জেলা জুড়ে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে। আমতা, জয়পুর, জগৎবল্লভপুরে আক্রান্ত হয়েছে বিরোধীরা, অভিযোগ এমনই। শনিবার রাতে ভোট মিটতে না মিটতেই অশান্ত হয়ে ওঠে আমতার সারদা গ্রাম। এখানে আনিস খানের আত্মীয়দের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

আতঙ্কে ঘরছাড়া হয়ে যান একাধিক বাসিন্দা। আনিস খানের দাদা সামসুদ্দিন খান এবার আমতা ২ নং পঞ্চায়েত সমিতির CPIM প্রার্থী হয়েছেন। এছাড়াও তাঁর মামা সাবির খান গ্রাম পঞ্চায়েত থেকে লড়াই করছেন। জানা গিয়েছে, শনিবার ভোট গ্রহণ চলাকালীন এলাকায় উত্তেজনা দেখা দেয়।

Asansol Durgapur Panchayat Election : শান্ত রইল না শিল্পাঞ্চলও, ভোট ঘিরে তুমুল উত্তেজনা আসানসোল-দুর্গাপুরে
অভিযোগ রবিবার সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সাবির খানের বাড়িতে হামলা চালায়। বাড়ি ভাঙচুরের পাশাপাশি এলাকায় থাকা CCTV ক্যামেরা ভেঙে দেয়।
স্থানীয় ক্লাবে তালা লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। আশেপাশের একাধিক বাড়িতে ও হামলা চালায় দুষ্কৃতীরা। পরে পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় CPIM নেতৃত্বের দাবি ঘটনার পর থেকেই প্রায় পুরুষশূন্য গ্রাম। অন্যদিকে সামসুদ্দিন খান বলেন, ‘আমার বাড়ির সামনে পুলিশ মোতায়েন থাকায় আমার বাড়িতে হামলা চালাতে পারেনি। আমরা খুব আতঙ্কে আছি।’ গ্রামে র‍্যাফ মোতায়েনের দাবি জানান তিনি। CPIM হাওড়া জেলা কমিটির সদস্য সাবির উদ্দিন মোল্লা বলেন, ‘তৃণমুল যেখানে অবাধে ছাপ্পা করতে পারেনি সেখানেই তারা সন্ত্রাস করছে।’

West Bengal Election 2023 : প্রচার সেরে ফিরতেই আক্রান্ত BJP প্রার্থী! অভিযোগের তির তৃণমূলের দিকে
যদিও হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের সভাপতি অরুনাভ সেন বলেন, ‘এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। নির্বাচনে হেরে যাবে সেই কারণে আগে থেকে ওরা সাফাই গাইছে।’ অপরদিকে রবিবার সকালে আমতা ২ নং ব্লকের কাশমূলী গ্রাম পঞ্চায়েতের ১২৮ নং বুথের কংগ্রেস প্রার্থী মর্জিনা খাতুনের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমুল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Panchayat Election Violence In West Bengal : ৫ তৃণমূল সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ CPIM-র বিরুদ্ধে, উত্তেজনা শ্যামপুরে
মর্জিনা খাতুন আভিযোগ করে বলেন, ‘রবিবার সকালে আমার মুদি দোকানে মেয়ে বসে থাকার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দোকানে হামলা চালায়। মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। মেয়ের চিৎকারে আমি দোকানে ছুটে গেলে দুষ্কৃতীরা লোহার রড দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দেয়। আমার মা আমাকে বাঁচাতে আসলে তাঁকেও মেরে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা।’

যদিও তৃণমূল এই ঘটনার কথা অস্বীকার করেছে। তাঁদের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *