Rajiva Sinha News : ‘ভোটে ১০ জনের মৃত্যু!’ পুনর্নির্বাচন নিয়ে কী উত্তর দিলেন রাজীব সিনহা? – rajiva sinha west bengal election commissioner said 10 people died on the day of election


২০১৮ সালের পুনরাবৃত্তি যাতে কোনওভাবেই ২০২৩ সালে না হয়, তা নিশ্চিত করাই ছিল কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। শনিবার সকাল থেকেই তপ্ত ছিল রাজ্যের পরিস্থিতি। ভোটদানকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে এসেছিল। রাত পর্যন্ত বিভিন্ন জেলা থেকে ১৮ জনের মৃত্যুর খবর সামনে আসে।

যদিও কমিশনের তথ্য মোতাবেক এই পরিসংখ্যানটা ১০। রবিবার রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে ঢোকার সময় নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, “এখনও পর্যন্ত পুলিশ ১০ জনের মৃত্যু নিশ্চিত করেছে।” পাশাপাশি পুনর্নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।

West Bengal Panchayat Election 2023 : কোথায় কে কাকে মেরে দেবে, কেউ সে গ্যারান্টি দিতে পারবে না: রাজীব
হিংসা প্রসঙ্গে রাজীব সিনহা?
গতকাল ৮ তারিখ ভোট শুরুর পর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কার্যত অশান্তির ছবি ধরা পড়ে। বিভিন্ন জেলা থেকে বোমাবাজি, রক্তঝরার দৃশ্য সামনে আসতে থাকে। এই বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্য নির্বাচন কমিশনার গতকাল বলেন, “আইন শৃঙ্খলার বিষয়টি রাজ্য পুলিশের। আমাদের কাছে যদি কোনও তথ্য আসে তা আমরা পুলিশকে জানাই। অনেক সময় পুলিশ নিজে তদন্ত করে। যাঁরা জেলায় কাজ করছেন সন্ত্রাস এড়ানোর দায়িত্ব তাঁদের। আমার দায়িত্ব ব্যবস্থাপনা করা।”

West Bengal Election Commission : ‘ভোট শান্তিপূর্ণ না অশান্ত, বলার সময় আসেনি’, নজিরবিহীন সন্ত্রাসের মধ্যে মন্তব্য রাজীবের
পুনর্নির্বাচন প্রসঙ্গে রাজীব সিনহা…
তিনি গতকাল বলেছিলেন, “নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে নাকি অশান্ত তা বলার মতো সময় এখনও আসেনি। এর জন্য় বিস্তারিত রিপোর্টের প্রয়োজন রয়েছে। তবে কিছু জায়গা থেকে অভিযোগ এসেছে।”

তিনি আরও বলেন, “অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। যাচাই করে প্রয়োজনে পুনর্নির্বাচন হবে।” যদিও কটি বুথে পুনর্নির্বাচন, তা নিয়ে কার্যত চুপ থাকলেন তিনি।

Rajiv Sinha : দেদার অশান্তি-ঝরছে রক্ত! ১০টায় কমিশনের অফিসে ঢুকলেন নির্বিকার রাজীব
পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করাতে হবে, এই নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু, বাহিনী নিয়ে ভোটের আগে থেকেই তরজা শুরু হয়। এমনকী, ভোট ফুরিয়েও সেই তরজা অব্যাবহত থাকল। রাজ্য নির্বাচন কমিশনের মতে, কিছু জায়গায় যে গোলমালের চিত্র দেখা গেল তার দায় জেলা প্রশাসন এবং বাহিনীর অভাবের। আরও আগে বাহিনী দিলে সুবিধা হত বলে দাবি করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
Suvendu Adhikari : ডি ডে-তে গাড়ি ছেড়ে টোটোয়, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শুভেন্দু
এদিকে ভোটে ‘হিংসা’ হয়েছে, এই দাবিকে সামনে রেখে সুর চড়িয়েছে বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার। যদিও বিরোধীদের পালটা নিশানা করেছে তৃণমূল। পঞ্চায়েতে মৃত্যুর ৬০ শতাংশ তৃণমূল কর্মী, দাবি শাসক দলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *