West Bengal Panchayat Repoll 2023 : সোমবার একাধিক জেলায় পুননির্বাচন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট গ্রহনের আশ্বাস কমিশনের – west bengal panchayat repoll in several panchayat booths tomorrow with 4 jawans of central force election23


West Bengal Panchayat Election 2023 : প্রত্যাশা মতোই রাজ্যের বেশ কিছু জায়গায় সোমবার পুনর্নির্বাচন করার কথা ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। রবিবার বিকেলে একথা জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। পুনর্নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে বলে জানিয়েছেন তিনি।

সঙ্গে তিনি বলেন, ‘শনিবার রাজ্যে ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। যার মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। সেখানে ভোটদানের হার ৮৪.৭৯ শতাংশ।’ এছাড়াও জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে যে কোন জেলাতে কটি বুথে পুনর্নির্বাচন করা হবে।

West Bengal Panchayat Repoll 2023: ফের পুনর্নির্বাচনের সিদ্ধান্ত, তালিকায় হাওড়ার এই বুথগুলি
এখনও পর্যন্ত যে তালিকা প্রকাশিত হয়েছে, পূর্ব মেদিনীপুরের ৩১টি, দক্ষিণ ২৪ পরগণার ৩৬টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে৷ পূর্ব মেদিনীপুরের যে বুথগুলিতে ফের ভোট হবে তার মধ্যে নন্দীগ্রামেরও দুটি বুথ রয়েছে৷ এছাড়াও দক্ষিণ দিনাজপুরের ১৮টি বুথ, পশ্চিম মেদিনীপুরের ১০টি, হাওড়ায় ৮টি বুথে পুনরায় ভোট হবে৷ হুগলি জেলাতে ভোট হবে ২৯ টি বুথে। গতকাল ভোট চলাকালীন সব থেকে বেশি উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ৷

Notification for Fresh Poll

সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলাতে ১৭৫ টি বুথে পুনরায় নির্বাচন হতে চলেছে। ভোট শেষের পরেই জেলা প্রশাসনের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন৷ সেই রিপোর্ট খতিয়ে দেখে কোন জেলায় কতগুলি বুথে পুনরায় ভোট হবে, তার তালিকা প্রকাশ করে কমিশন৷ অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে ১৪টি বুথে ও পুরুলিয়ায় ৪টি বুথে পুনর্নির্বাচনের কথা জানাচ্ছে কমিশন।

West Bengal Panchayat Election 2023 : সেই ফোর্স কোথায়! এস্ত বুথে নিধিরাম বঙ্গ পুলিশ
দিকে, ভোট ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়েছিল ভাঙড়। ISF ও তৃণমূলের সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল। মৃত্যুর ঘটনাও ঘটেছে। মনোনয়ন পর্বে ভাঙড়ের ISF ও CPIM প্রার্থীদের অভিযোগ ছিল, শাসক দল তৃণমূল মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিচ্ছে। এমনকী ঘটনা গড়িয়েছিল হাইকোর্টের দরজা পর্যন্তও।

সেই ভাঙড়ে একটি বুথেও পুনর্নির্বাচন হচ্ছে না। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটলেও তেমন বড় আকারের কোনও অশান্তির খবর মেলেনি। তার চেয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় ও বাসন্তী ছিল প্রায়ই খবরের শিরোনামে।

Re Polling in West Bengal Panchayat : ভাঙড়কে ক্লিনচিট, দক্ষিণ ২৪ পরগনায় কিছু বুথে পুনঃনির্বাচন
কিন্তু ভোট মিটতে দেখা গেল অভিষেকের ডায়মন্ড হারবারের ১ নম্বর পঞ্চায়েত এলাকার ১০টি বুথে পুনর্নির্বাচন করাতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। এদিকে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণে কোনও বুথে দেখা পাওয়া যায়নি কেন্দ্রীয় বাহিনীর। এমনকী কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারে কমিশনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাই পুনর্নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ঘটনা চোখে ধুলো দেওয়ার চেষ্টা বলে দাবি করেছেন বিরোধীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *