West Bengal Panchayat Voting 2023 : তৃণমূল প্রার্থীর বাড়িতে CPIM-র হামলা! তাণ্ডব চালানোর অভিযোগ বারুইপুরে – south 24 parganas panchayat voting cpim attack on trinamool candidate house in baruipur election23


West Bengal Panchayat Violence : রাজ্যে ভোট পরবর্তী হিংসায় শুধু যে বিরোধীদের ওপরেই হামলার অভিযোগ উঠছে তা নয়। অনেক সময় শাসক দলের কর্মীদের ওপরেও হামলার অভিযোগ উঠছে বিরোধীদের বিরুদ্ধে। এমনই অভিযোগের খবর মিলল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থেকে। তৃণমূল প্রার্থীর এজেন্টের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

ঘটনায় অভিযুক্ত CPIM। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পঞ্চায়েত ভোট চলাকালীনই CPIM-এর দুষ্কৃতী বাহিনী তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে এমন অভিযোগ করা হয়েছে। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুরের শংকরপুর ২ পঞ্চায়েতের বড় দুর্গ এলাকায়।

Panchayat Election 2023 : CPIM প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে ভগবানগোলা থানা ঘেরাও বাম-কংগ্রেসের
তৃণমূল কংগ্রেস প্রার্থী হাসনুহেনা মণ্ডলের এজেন্ট মোরসেলিম মোল্লার বাড়ি ভাঙচুর করা হয়েছে। মোরসেলিম মোল্লার স্ত্রী শাহানুর মোল্লা অভিযোগ করে বলেন, ‘ভোটের দিন সকাল থেকেই রাত পর্যন্ত CPIM-এর দুষ্কৃতী বাহিনীর একটি দল আমাদের বাড়িতে হামলা চালায়। ঘরের ভিতর জিনিসপত্র ছুড়ে ফেলে তাণ্ডব চালায়। শুধু তাই নয়, বোমা ছুরি ইত্যাদি জিনিস নিয়ে এসে আমাদেরকে ভয়ও দেখায়। বাড়ির বাচ্চাদের মারধর করে। আজ সকালেও আমাদের বাড়ির আশেপাশে ছুরি নিয়ে ঘোরাফেরা করতে দেখেছি। সেই সঙ্গে গালিগালাজ দিতে থাকে।’

Panchayat Election 2023 : ভাইয়ের হয়ে প্রচারে যাওয়ায় দোষ? দিনহাটায় BJP কর্মীর বাড়িতে পড়ল বোমা
এই ঘটনার পর থেকে তাঁরা সবাই আতঙ্কে ভুগছেন এখনও। এরপর বারুইপুর থানায় খবর দেওয়া হলে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই এলাকার চারিদিকে তল্লাশি চালায়। এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কে আছেন বলে জানিয়েছেন। যদিও সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে হয়েছে CPIM-এর তরফে।

বারুইপুরের এক CPIM নেতা বলেছেন, ‘পুরোপুরি মিথ্যে কথা। তৃণমূলের দুষ্কৃতীদের হামলাতে আমাদের দলের কর্মীরাই ভীত হয়ে আছেন। ভোট দিতে পারেননি।আর এদিকে আমাদের দলের কর্মীরা নাকি তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালিয়েছেন। এর থেকে বড় মিথ্যে আজকের দিনে আর কিছু হতেই পারে না।’

Post Poll Violence in WB : BJP কর্মীদের বাড়িতে তৃণমূলের হামলা! ভোট পরবর্তী হিংসার অভিযোগ বাঁকুড়ায়
যদিও ওই এলাকার এক তৃণমূল কর্মী বলেছেন, ‘ভোটের দিন সবাই বুথের দিকে কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে এই হামলা চালিয়েছে CPIM। পুলিশকে জানানো হয়েছে। তদন্ত চলছে। আমরাও নিজেদের মতো করে খোঁজখবর করছি কারা এই হামলায় যুক্ত ছিল। তাঁদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে।’ আর এই ঘটনার পর থেকে হামলা পালটা হামলার আশঙ্কায় প্রমাদ গুনছেন সাধারণ মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *