তৃণমূল-নির্দলের সংঘর্ষে তুলকালাম, কোলের শিশু সহ বের করে পুলিশি ধরপাকড়


Panchayat Election 2023 : ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত ইসলামপুর। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় TMC ও নির্দল সমর্থকেরা। ইট, পাথর ছোড়ার পাশাপাশি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় একাধিক সংঘর্ষকারীদের বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। পাশাপাশি, ধর পাকড়ের নামে এলাকায় পুলিশ তাণ্ডব চলে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রেহাই পায়নি কোলের বাচ্চাও।

West Bengal Election 2023 : ভোটকেন্দ্রের অদূরেই বোমাবাজি! পুনর্নির্বাচনেও অশান্তির অভিযোগ ইসলামপুরে
স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুইয়া ভাটিয়াপাড়া এলাকার ৯ নং বুথে। উল্লেখ্য, গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের পর সোমবার ফের সংঘর্ষে জড়ায় তৃণমূল ও নির্দল কর্মী সমর্থকেরা। একে অপরের দিকে ইট পাথর ছোড়ার পাশাপাশি ভাঙচুর করা হয় একাধিক বাড়ি ঘর।

Panchayat Election 2023 : বুথ দখল করতে গিয়েই চাকুলিয়ায় BSF-এর গুলিতে আহত এক! তদন্তে জেলা পুলিশ সুপার
ঘটনার খবর পেয়ে ছুটে যায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে প্রায় ৫ জন। তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ।

West Bengal Panchayat Election 2023 : &amp#39;বাহিনী থাকলে এমনটা হতো না…&amp#39;, প্রশাসনকেই দায়ী করে আর্তনাদ মৃত TMC প্রার্থীর মায়ের
নির্দল সমর্থক আর্জিয়া খাতুন বলেন, ‘ওরা আমাদের লোকজনদের এসে মারছে। বলছে, নির্দলদের এখানে কোনও জায়গা নেই। বাড়িতে এসে ভাঙচুর করছে। তৃণমূলের লোকজন এসে অত্যাচার চালাচ্ছে।’ অন্যদিকে, স্থানীয় তৃণমূল প্রার্থী মহঃ নাফিজ আলমের বক্তব্য, ‘ ওরা নির্দল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ওদের এলাকার কোনও মানুষ ভোট দেয়নি। ভোট দেয়নি বলে ওরা অশান্তি করছে এলাকায়।’

Panchayat Election Violence : কোন ব্যবস্থা নেয়নি পুলিশ! অভিযোগ বিক্ষোভ-অবরোধ মৃত তৃণমূল কর্মীর পরিবারের
প্রসঙ্গত, সোমবার ছিল রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। রাজ্যের একাধিক জায়গায় শনিবার নির্বাচনে অশান্তি, ভোট লুঠের কারণে এদিন একাধিক বুথে পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। আগামীকাল, মঙ্গলবার রাজ্য জুড়ে ত্রি স্তর নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।
পুনর্নির্বাচনেও উত্তর দিনাজপুর জেলায় একাধিক অশান্তি হয়। নির্বাচন চলাকালীন ভোট কেন্দ্রের প্রায় ১ কিলোমিটার দূরে একটি আম বাগানে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের কাপাশিয়া গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা গ্রামের কালিমনিলক্ষ্মীপুর প্রাথমিক স্কুলের বুথ থেকে এক কিলোমিটার দূরে।

Durgapur Panchayat Election : বামেদের বয়কট নাকি স্রেফ নাটক! কটাক্ষ তৃণমূলের

সোমবার এই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। তবে পুননির্বাচন প্রক্রিয়া চলাকালিন পার্শ্ববর্তী আম বাগানের মধ্যে ব্যাগ ভর্তি তাজা বোমা কে বা কারা ফেলে গেলো তা নিয়ে ধন্দ্বে গ্রামবাসীরাও তবে পুলিশ প্রশাসনের তৎপরতায় সেই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করা হলেও সেগুলোকে এখনও পর্যন্ত নিস্ক্রিয় না করতে পারায় ব্যাগ ভর্তি তাজা বোমাগুলোকে পাহারা দিচ্ছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *