পুনর্নির্বাচন বুথের তালিকা I-PAC দিয়েছে, কমিশন অফিস থেকে হয়নি: শুভেন্দু


BJP West Bengal : পঞ্চায়েত নির্বাচনের পুনর্নির্বাচন নিয়েও চূড়ান্ত অসন্তুষ্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি কোন, কোন বুথে পুনর্নির্বাচন করতে হবে কমিশনকে সেই তালিকা তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসে সঙ্গে চুক্তিবদ্ধ সংস্থা I-PAC বলে বিস্ফোরক অভিযোগ করলেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘যে ছয়শো বুথে পুনর্নির্বাচন হচ্ছে, তার মধ্যে দুশো থেকে আড়াইশো বুথ ভোট করাতে বাধ্য করিয়াছে মানুষ। আর বাকি বুথের তালিকা আই প্যাক কমিশনকে দিয়েছে।’

Digha Beach : চেনা জনস্রোত নেই দিঘায়, ভোটের আবহে পর্যটকরা কোথায় &amp#39;গায়েব&amp#39;?
শুভেন্দু এদিন আরও জানান, পশ্চিমবঙ্গের মানুষের থেকে অর্থ নিয়ে যে সংস্থাকে পেমেন্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই আই প্যাক পুনর্নির্বাচন করার বুথের তালিকা তৈরি করে দিয়েছে। সেই তালিকা কালকে নির্বাচন কমিশনের কাছে গিয়ে জমা দিয়ে আসা হয়েছে। সেই তালিকা অনুযায়ী পুনরায় ভোট করানো হচ্ছে বলে দাবি করেন তিনি। এক্ষেত্রে কোনও বিরোধী দলের দাবি মানা হয়নি বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

WB Election Violence : স্ট্রং রুমে ঢুকে ব্যালট বক্সে কারচুপির অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাথর, লাঠিচার্জে ধুন্ধুমার
পুরো বিষয়টি নিয়ে মঙ্গলবার নির্বাচনের ফলাফল প্রকাশের দিন ফের আদালতের দ্বারস্থ হবে বিজেপি বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, গোটা রাজ্য থেকে এই দুদিন তাঁদের পক্ষে মত ৬০০০ বুথে অশান্তি, বিশৃঙ্খলার ভিডিয়ো জোগাড় করা হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, অডিও ভিজ্যুয়াল মিডিয়া থেকে সেগুলি জোগাড় করা হয়েছে।

West Bengal Panchayat Election : BJP-র বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্র নন্দকুমার, লাঠিচার্জ পুলিশের
সেগুলি নিয়ে কোর্টের দ্বারস্থ হতে চলছে বিজেপি। এই সব কেন্দ্রে ভোট বাতিলের দাবি জানিয়ে পুনরায় আদালতের কাছে দ্বারস্থ হবেন তাঁরা বলে জানানো হয়েছে। সেই প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি। একাধিক জায়গায় মানুষের জনরোষের কারণেই পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
শুভেন্দু জানান, সারা রাজ্যে প্রায় সাত থেকে আট হাজার বুথে আংশিক ছাপ্পা এবং দশ থেকে বারো হাজার বুথে পূর্ণ ছাপ্পা হয়েছে। তাঁর কথায়, শনিবার ভোটের দিন সব জেলা থেকে ভিডিয়ো আনানোর ব্যবস্থা করে প্রাথমিকভাবে ৬ হাজার বুথের তালিকা তুলে ধরা হয়েছিল বিজেপির তরফে। কিন্তু সেই তালিকা না মেনেই কমিশন পুনর্নির্বাচন করছে বলে দাবি করেন তিনি।

Suvendu Adhikari : নির্বাচন কমিশনের অফিসে প্রতীকী তালা শুভেন্দুর!

শুভেন্দু বলেন, ‘ আমি সেদিন কমিশন অফিসে তালা লাগিয়েছিলাম এই জন্য, কারণ কমিশনের সরোজিনী নাইডু অফিস থেকে কিছু হচ্ছে না। পুরোটাই হচ্ছে পিসি এবং ভাইপোর তত্ত্বাবধানে। ভাইপোর ক্যামাক স্ট্রিটের অফিস থেকে এসব করা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *