পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের পর শিল্পী, চলচ্চিত্র মহলের একাংশ মুখ খুললেও অপরাংশ মুখে কুলুপ এঁটেছেন বলে চর্চা শিল্পী মহলে। সেটাকেই টার্গেট করe পংক্তি বাণ ছুঁড়েছেন রুদ্রনীল। কবিতায় তিনি লিখেছেন, ‘ জানেন যদি, মানেন যদি কেন আছেন চুপ/ যান মানবতার চিতায় গিয়ে লাগিয়ে আসুন ধূপ।’
রুদ্রনীলের কবিতায় পঞ্চায়েত ভোটের লুঠ, অবাধ সন্ত্রাস, ব্যালট চুরি, রক্তারক্তির কথা উঠে আসে ছত্রে ছত্রে। রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রত্যেকেই ছিল তাঁর আক্রমণের তালিকায়। রুদ্র লেখেন, ‘ মুখে কুলুপ কমিশনার, নিখোঁজ মুখ্যমন্ত্রী/ হ্যাঁ আপনি জানেন এই খুনেতে তাঁরাই ষড়যন্ত্রী।’
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন মেটার পর সোমবার মুখ খুলতে দেখা যায় চিত্রশিল্পী শুভাপ্রসন্ন মুখোপাধ্যায়কে। দুদিন আগেই তিনি জানিয়েছিলেন
বাম আমলে ভোটে যে হিংসা ঘটনা ঘটন, তার তুলনায় এই ঘটনা কিছুই নয়। তবে আজ তাঁকে সম্পূর্ণ অন্য বক্তব্য পেশ করতে দেখা যায়। শুভাপ্রসন্ন এদিন জানান, দেশের অন্য কোনও রাজ্যে ভোটে এমন হিংসা লক্ষ্য করা যায় না। গণতন্ত্রের উৎসবে কেন এত মৃত্যু? বলে প্রশ্ন তোলেন তিনি। এমনকি আমাদের রাজ্যের এই সংস্কৃতির বদল দরকার বলে জানান এককালীন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ শুভাপ্রসন্ন।
একইরকম ভাবে এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রতিবাদের আওয়াজ তোলেন রুদ্রনীল। বাংলার শিল্পী সংস্কৃতি মহল কেন এখনও কোনও প্রতিবাদ মিছিল করল না, কেন কোনও মোমবাতি জ্বালিয়ে দুঃখ প্রকাশ হলো না, তা নিয়ে প্রতিবাদ বার্তা তুলে ধরেন আবৃত্তির মাধ্যমে।
মুহুর্তের মধ্যে তাঁর এই সম্প্রচারিত ভিডিয়ো ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে। যদিও তাঁর এই ভিডিয়ো সমালোচনা করা হয় নেটিজেনদের একাংশের তরফে। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসে বিজেপিও একাংশ জড়িত, সেটা নিয়ে তিনি কিছু বলছেন না, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।