‘মানবতার চিতায়…!’ পঞ্চায়েত হিংসায় বুদ্ধিজীবী মহলের নিস্তব্ধতা নিয়ে পদ্যবাণ রুদ্রনীল ঘোষের


Rudranil Ghosh Poem : পঞ্চায়েত নির্বাচনে লাগামহীন হিংসার ঘটনায় কলম ধরলেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। কবিতার (Rudranil Ghosh Poem on Panchayat Violence ) ছন্দে তাঁর আক্রমণের নিশানায় বাংলার বুদ্ধিজীবী, শিল্পী মহল। অশান্তি, রক্তপাতের চিত্র দেখার পরেও সংশ্লিষ্ট মহলের একাংশ কেন চুপ? সোশ্যাল মাধ্যমে স্বরচিত আবৃত্তি করে সেই প্রশ্ন তুলে ধরলেন তিনি।

Subhaprasanna Artist : বিলম্বিত বোধোদয়? ভোট হিংসা নিয়ে ১৮০ ডিগ্রি অবস্থান বদলে বিস্ফোরক শুভাপ্রসন্ন
পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের পর শিল্পী, চলচ্চিত্র মহলের একাংশ মুখ খুললেও অপরাংশ মুখে কুলুপ এঁটেছেন বলে চর্চা শিল্পী মহলে। সেটাকেই টার্গেট করe পংক্তি বাণ ছুঁড়েছেন রুদ্রনীল। কবিতায় তিনি লিখেছেন, ‘ জানেন যদি, মানেন যদি কেন আছেন চুপ/ যান মানবতার চিতায় গিয়ে লাগিয়ে আসুন ধূপ।’

WB Panchayat Election Result : স্ট্যাম্প-সই না থাকলে বাতিল ব্যালট? কমিশনের নয়া বিজ্ঞপ্তি
রুদ্রনীলের কবিতায় পঞ্চায়েত ভোটের লুঠ, অবাধ সন্ত্রাস, ব্যালট চুরি, রক্তারক্তির কথা উঠে আসে ছত্রে ছত্রে। রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রত্যেকেই ছিল তাঁর আক্রমণের তালিকায়। রুদ্র লেখেন, ‘ মুখে কুলুপ কমিশনার, নিখোঁজ মুখ্যমন্ত্রী/ হ্যাঁ আপনি জানেন এই খুনেতে তাঁরাই ষড়যন্ত্রী।’

Panchayat Election Result Live: কার দখলে গ্রামবাংলা? গণনার খবর সরাসরি জানতে পারবেন কোথায়-কী ভাবে, জানুন
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন মেটার পর সোমবার মুখ খুলতে দেখা যায় চিত্রশিল্পী শুভাপ্রসন্ন মুখোপাধ্যায়কে। দুদিন আগেই তিনি জানিয়েছিলেন
বাম আমলে ভোটে যে হিংসা ঘটনা ঘটন, তার তুলনায় এই ঘটনা কিছুই নয়। তবে আজ তাঁকে সম্পূর্ণ অন্য বক্তব্য পেশ করতে দেখা যায়। শুভাপ্রসন্ন এদিন জানান, দেশের অন্য কোনও রাজ্যে ভোটে এমন হিংসা লক্ষ্য করা যায় না। গণতন্ত্রের উৎসবে কেন এত মৃত্যু? বলে প্রশ্ন তোলেন তিনি। এমনকি আমাদের রাজ্যের এই সংস্কৃতির বদল দরকার বলে জানান এককালীন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ শুভাপ্রসন্ন।

West Bengal Panchayat Violence : রাতভর লুঠতরাজ! সন্ত্রস্ত মহিলারা! ভোট-পরবর্তী হিংসা

একইরকম ভাবে এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রতিবাদের আওয়াজ তোলেন রুদ্রনীল। বাংলার শিল্পী সংস্কৃতি মহল কেন এখনও কোনও প্রতিবাদ মিছিল করল না, কেন কোনও মোমবাতি জ্বালিয়ে দুঃখ প্রকাশ হলো না, তা নিয়ে প্রতিবাদ বার্তা তুলে ধরেন আবৃত্তির মাধ্যমে।
মুহুর্তের মধ্যে তাঁর এই সম্প্রচারিত ভিডিয়ো ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে। যদিও তাঁর এই ভিডিয়ো সমালোচনা করা হয় নেটিজেনদের একাংশের তরফে। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসে বিজেপিও একাংশ জড়িত, সেটা নিয়ে তিনি কিছু বলছেন না, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *