কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, সোমবার কমিশনের নির্দেশে ৬৯৬টি বুথে চলছে পুর্ননির্বাচন। কিন্তু মামলাকারীরা যত বুথে অনিয়ম ও হিংসার অভিযোগ করেছেন সেই হিসেবের সঙ্গে এই হিসেবের বিপুল ফারাক। এই বিষয়ে বিএসএফ আইজি এস এস গুলেরিয়ার কাছে তার মতামত চেয়ে পাঠাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ অনুসারে, বিএসএফ আইজি-এর কাছে জানতে চাওয়া হয়েছে সত্যিই কি এই সংখ্যক বুথে পুর্ননির্বাচন যথেষ্ট নাকি মামলাকারীদের অভিযোগের সার বত্তা আছে! রাজ্যের কাছেও চাওয়া হয়েছে রিপোর্ট। হিংসা রুখতে তাদের ভূমিকা কী? তা জানতে চাইল হাইকোর্ট।
পাশাপাশি, ভোট সন্ত্রাসে আহত ও নিহতদের সরকারি ক্ষতিপূরণের অধীরের আবেদনেও সাড়া আদালতের। পঞ্চায়েত ভোটে আক্রান্তদের সরকারি হাসপাতালে অথবা সরকারি কোনও ক্যাম্পে অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। একইসঙ্গে আগামীকাল রাজ্যকে হতাহত, চিকিৎসা, ক্ষতিপূরণ নিয়ে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে আদালতে। প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশে আরও জানিয়েছে, মৃতদের ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করতে হবে। পরিবারের হাতে অবিলম্বে দেহ তুলে দিতে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ আদালতের। শেষকৃত্যতে সাহায্য করতে হবে বলেও জানিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ।
উপযুক্ত ক্ষতিপূরণ বিষয় বিবেচনা করতে নির্দেশ। এই বিষয়ে আগামীকাল অর্থাৎ বুধবার রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।