Bidhannagar City Police : ফেসবুক পেজ হ্যাক পুলিশের, রিকভার ৩ দিন পর – the hacked facebook page of bidhannagar city police was recovered after about three days


এই সময়: বিধাননগর সিটি পুলিশের হ্যাক হওয়া ফেসবুক পেজ রিকভার হলো প্রায় তিন দিন পরে। শুক্রবার পেজটি হ্যাক করে সাইবার প্রতারকরা। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ পেজটি রিকভার করা হয়। পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, একটি লিঙ্কে ক্লিক করতেই সাইবার অপরাধীদের কন্ট্রোলে চলে যায় পেজটি। যদিও বিধাননগর সিটি পুলিশ দাবি করেছে, ভাইরাস হানার জন্যই পেজটি কম্প্রোমাইজ়ড হয়ে গিয়েছিল।

Cyber Crime : পার্ট টাইম সাইবার ক্রাইম! গ্রেফতার ফুড ডেলিভারি বয়
ঠিক কী ঘটেছিল?
পুলিশের অন্দরের খবর, ফেসবুক কর্তৃপক্ষের তরফে কোনও পেজের অ্যাডমিনের কাছে যে ভাবে লিঙ্ক পাঠিয়ে ইউজার নেম এবং সেশন আইডি চাওয়া হয়, ঠিক তেমনই একটি লিঙ্ক আসে গত শুক্রবার। বিধাননগর সিটি পুলিশের ফেসবুক পেজ যাঁরা দেখভাল করেন, তাঁদের মধ্যে কেউ ওই লিঙ্কে ক্লিক করেন। এর পর ইউজার নেম এবং সেশন আইডি-ও দিয়ে দেন তিনি। এতে সাইবার অপরাধীরা ফেসবুক পেজটির কন্ট্রোল নেয়। এর পরে অ্যাডমিনদের ডিলিট করে দেওয়া হয়-এমনটাই পুলিশ সূত্রে খবর। প্রোফাইল পিকচারে দেওয়া হয় জাতীয় পতাকার ছবি।

Kolkata Traffic Jam : মিছিল-মিটিংয়ে তীব্র যানজট? বুধের শহরে কোন রাস্তায় মসৃণ ট্রাফিকের গতি, জানুন আপডেট
এতেই পুলিশকর্মীদের বুঝে যান, পেজটি হ্যাক করা হয়েছে। এর পর সাইবার বিশেষজ্ঞদের দ্বারস্থ হন পুলিশকর্তারা। প্রশ্ন উঠছে, কী ভাবে পুলিশের পেজ হ্যাক হলো? যদিও হ্যাকারদের কবলে পড়ার বিষয়টি মানতে নারাজ বিধাননগর সিটি পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, অনবরত ভাইরাস অ্যাটাকের কারণে কম্প্রোমাইজ়ড হয় পেজটি। ফেসবুক অথরিটির সাহায্যে পেজটি রিস্টোর করা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *