Durga Puja 2023 Date : এবার দেবীর আগমণ কোন বাহনে? মহালয়া কবে? রইল দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট – durga puja 2023 date know the detailed schedule


রথ টানলে মা দুর্গা আসেন। জনশ্রুতি অনুযায়ী, মা আসতে আর বেশিদিন বাকি নেই। ক্যালেন্ডার বলছে হাতে আর ১০০ দিনেরও কম সময়। ইতিমধ্যেই শহরের ছোট বড় একাধিক পুজো কমিটি খুঁটি পুজো সেরে ফেলেছে। শুরু হয়ে গিয়েছে থিম পুজোর প্রস্তুতিও। মণ্ডপসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা, মনে মনে ছকে ফেলেছেন থিম শিল্পীরা। আর এবার প্রকাশিত হল দুর্গাপুজোর নির্ঘণ্ট।


দুর্গাপুজোর নির্ঘণ্ট

বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কিন্তু জানেন কি এ বছর মহালয়া কবে পড়ছে? কখন মায়ের বোধন? কোন সময় শুরু সন্ধিপুজো? প্রকাশিত নির্ঘণ্টে জানা গেল সবটাই।

Durga Puja Weather Forecast: উৎসবের আনন্দ মাটি করতে পারে ঝড়-বৃষ্টি! দুর্গাপুজোয় কেমন থাকবে আবহাওয়া?
২০২৩ সালে মহালয়া পড়েছে ২৬ শ্রাবণ অর্থাৎ ১৪ অক্টোবর। গত বছরের তুলনায় এ বার পুজো বেশি খানিকটা দেরিতে। পুজো শুরু হতে হতে প্রায় অক্টোবরের শেষ পর্যায়। ২০২৩ সালের নির্ঘণ্ট অনুযায়ী,

মহাষষ্ঠী- ২ কার্ত্তিক অর্থাৎ ২০ অক্টোবর, শুক্রবার।

মহাসপ্তমী- ৩ কার্ত্তিক অর্থাৎ ২১ অক্টোবর, শনিবার।

মহাষ্টমী – ৪ কার্ত্তিক অর্থাৎ ২২ অক্টোবর, রবিবার।

মহানবমী- ৫ কার্ত্তিক অর্থাৎ ২৩ অক্টোবর, সোমবার।

বিজয়া দশমী- ৬ কার্ত্তিক অর্থাৎ ২৪ অক্টোবর, মঙ্গলবার।

West Bengal Weather : ফের ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি, ৫ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস
এ বছর দুর্গোৎসবে সন্ধিপুজো শুরু হবে বিকেল ৪ টে বেজে ৫৪ মিনিট থেকে শুরু হবে। চলবে ভোররাত ৫ টা বেজে ৪২ মিনিট পর্যন্ত। বিকেল ৫ টা বেজে ১৮ মিনিটের মধ্যে সেরে ফেলতে হবে বলিদান পর্ব।

(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)

দুর্গাপুজোর আবহাওয়া

চলতি বছর ঘোটক অর্থাৎ ঘোড়ায় আগমন হচ্ছে মা দুর্গার। পঞ্জিকা অনুযায়ী, ঘোটকে আগমন হলে তা আদতে ‘ছত্রভঙ্গ’ হওয়ার ইঙ্গিত। আর তাই উৎসবপ্রিয় বাঙালির আশঙ্কা, তবে কি এবার বৃষ্টি ভাসাবে দুর্গাপুজোর দিনগুলো? জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের জেরে প্রতি মুহূর্তে আবহাওয়ার মতি-গতি পালটে যাচ্ছে। অসময়ও বৃষ্টিপাত হচ্ছে রাজ্যে। ফলে এত আগে থেকে দুর্গাপুজোয় বৃষ্টির পূর্বাভাস নিয়ে বা আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। এমনটাই জানাচ্ছে আবহাওয়াবিদদের একাংশ। গত বছরও দুর্গাপুজোর মধ্যে অল্পবিস্তর বৃষ্টি হয়েছিল।

Kolkata Rain : চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত! রাজ্যে আজ দিনভর দুর্যোগ
গত বছর ২ অক্টোবর থেকে ৫ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এ বছরও কি তেমন কোনও ঘূর্ণাবর্তের আশঙ্কা থাকতে পারে? এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জিকে দাসের কণ্ঠেও। তিনি বলেন, “এত আগে থেকে কোনওভাবেই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *