Governor Of West Bengal : ‘সুড়ঙ্গের শেষে আলো থাকে…’, শাহর সঙ্গে সাক্ষাতের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য বোসের – governor c v ananda bose meet with amit shah at delhi today


‘অন্ধকারতম সময়টা ভোরের ঠিক আগেই হয়। সুড়ঙ্গের শেষে আলো থাকে। শীত এলে বসন্ত অনেকটাই পিছিয়ে যেতে পারে’, আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর এমনটাই বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পঞ্চায়েত নির্বাচনের পর রবিবারই দিল্লিতে পৌঁছান রাজ্যপাল। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এদিন বিকেলে শাহর সঙ্গে সাক্ষাৎ হয় বোসের। পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই লাগাতার হিংসার সাক্ষী থেকেছে বাংলা। রাজনৈতিক সংঘর্ষ, হিংসা, রক্তপাত তথা খুন হয়ে গিয়েছে কার্যত নিত্যদিনের ঘটনা। লাগাতার এই পরিস্থিতির প্রেক্ষিতে তৎপর হন রাজ্যপাল। হিংসা বিধ্বস্ত একের পর এক জায়গা পরিদর্শন করেন তিনি। কখনও ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। কখনও আবার নিহতদের পরিবারে সঙ্গেও সাক্ষাৎ করতে দেখা যায় তাঁকে।

Abhishek Banerjee CV Ananda Bose : দিল্লির আদেশ পালন করছেন বোস, অভিষেকের তোপে রাজ্যপাল
রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই ছুটে গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উত্তরবঙ্গের কোচবিহার হোক বা দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, কিংবা পঞ্চায়েত নির্বাচনে অন্যতম অশান্ত জেলা মুর্শিদাবাদেও গিয়েছেন তিনি। নিহতদের পরিবারের সঙ্গে সক্ষাৎ করে দিয়েছেন পাশে থাকার আশ্বাস।

Governor CV Ananda Bose: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা রাজ্যপালের, গ্রাউন্ড জিরোর রিপোর্ট দেবেন বোস? জল্পনা
অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহারও কড়া সমালোচনা করতে দেখা গিয়েছে রাজ্যপালকে। রাজীব সিনহার উদ্দেশে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাজ্যপাল বলেন, ‘অবিলম্বে রক্তপাত বন্ধ করতে হবে। কিন্তু একজন রক্তাসুর যদি সমগ্র পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্বে থাকে, তাহলে কী ভাবে তা সম্ভব? তবে মনে রাখতে হবে যেখানে রক্তাসুর থাকে, সেখানেই মহাকালীর আবির্ভাব হয়।’ নির্বাচন কমিশনারকে বিঁধে রাজ্যপাল আরও বলেন, ‘কে খুন করল, কারা খুন করল, আপনি সব জানেন! কৃষ্ণ সেজে কংসের কাজ করবেন না। আমি আপনাকে নিয়োগ করেছিলাম। কিন্তু আপনি রাজধর্ম পালনে ব্যর্থ। মানুষ হতাশ!’ রাজীব সিনহাকে রাজধর্ম পালন করার কথা বলেন রাজ্যপাল।

Trending News In West Bengal : ‘নেতাবাবুরা সুখেই থাকবে, ভোটের জন্য মারমারি করবেন না!’ দেওয়ালে লিখনে নয়া ট্রেন্ড
এদিকে আবার শাসক দলের একাধিক নেতার নিশানাতেও পড়তে হয় রাজ্যপালকে। রাজ্যপাল সাংবিধানিক ও ধৈর্যের সীমা অতিক্রম করেছেন বলে মন্তব্য করেন তৃণমূল মুখাপাত্র কুণাল ঘোষ। বোসকে কটাক্ষ করে কুণাল আরও বলেন, ‘উনি কার্যত প্রচার করছেন বিরোধীদের, গণমাধ্যমকে বিকৃত করছেন, বিরোধীদের সুবিধা পাইয়ে দিতে চাইছেন, বাংলার মানুষ ওঁকে বিজেপির দালাল, এজেন্ট বলছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *