Gram Panchayat Election 2023 : ভোট দিতে লাইনে দাঁড়িয়ে সানস্ট্রোকে মৃত্যু ব্যক্তির! কারণ নিয়ে মুখ খুলল প্রশাসন


পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকে হিংসা ও সন্ত্রাসের কারণে এখনও অবধি ৩৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর, ৬৯৬টি বুথে আজ পুনর্নিবাচন চলছে। পুনর্নিবাচন চলাকালীন এক নদিয়াতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। তবে কোনও সন্ত্রাসের কারণে নয়, প্রচণ্ড গরমে অসুস্থ হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়।

নদিয়ার তেহট্ট থানার ধোড়াদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিসা গ্রামের হালদার পাড়ার একটি বুথে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মৃত ওই ব্যক্তির নাম নবদ্বীপ হালদার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির আনুমাণিক বয়স ৫৫ বছর। সোমবারের পুননির্বাচনে ভোট দেওয়ার জন্য তিনি ভোটার লাইনে দাঁড়ান। সেই সময় অসুস্থ হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Mahua Moitra : সাতসকালে ভোট মহুয়ার! হাসিমুখে বেরিয়ে তৃণমূল সাংসদ বললেন…
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অত্যাধিক গরমেই তিনি ভোটের লাইনের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন। ভোটের লাইনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে উপস্থিত অন্যান্য ভোটার ও স্থানীয়দের তৎপরতায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর সেখানে উপস্থিত ভোটারদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। তবে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক চাঞ্চল্যকর তথ্য। পরিবার ও স্থানীয়দের একাংশের দাবি, নবদ্বীপবাবুর ভাইপো এবার স্থানীয় পঞ্চায়েতের বিজেপি প্রার্থী। শনিবার সেখানে দেদার ছাপ্পা ও বুথ দখলের অভিযোগ ওঠে। সেই কারণে সেখানে এদিন পুনর্নিবাচন ছিল। পরিবারের অভিযোগ, ভাইপো বিজেপি প্রার্থীর হওয়ার কারণে বাড়িতে এসে তৃণমূলের লোকেরা তাঁকে হুমকি দেয়। সেই কারণে আশঙ্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

West Bengal Panchayat Election 2023: দুপুর গড়াতেই বলি ১১! শাসক-বিরোধীর রক্তে রাঙা বাংলার ‘রেড স্যাটার্ডে’
নবদ্বীপের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন প্রশাসনও। মৃত্যুর বিষয় তেহট্টের মহকুমা শাসক মৌমিতা সাহা বলেন, ‘মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তবে তিনি অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এটা ঠিক। তিনি ভোট দিতে এসেছিলেন। লাইনে দাঁড়িয়ে অসুস্থতাবোধ করেন। তারপরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেররা মৃত বলে ঘোষণা করেন। তবে তার যে হৃদরোগই মৃত্যু হয়েছে সেটা একমাত্র চিকিৎসকেরাই বলতে পারবে।’

West Bengal Election 2023 : নির্দল সমর্থককে পিটিয়ে খুন! ভোট শুরুর আগেই কদম্বগাছিতে মৃত্যু নিয়ে ধোঁয়াশা
পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম সন্ত্রাস দেখেছে গোটা বাংলা। রক্তে ভিজেছে গ্রাম বাংলার রাস্তাঘাট। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েই ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। দিল্লিতে গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। পরিস্থিতি কোনদিকে যায় সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *