Post Polling Events : ক্ষমতা ‘রিগেন’-এ সিপিএম কি রিগিং-পথে? – controversy triggered by cpim release of a video by the bjp in the midst of the poll election 23023


এই সময়: এক বিজেপি। দুই লক্ষ্য। এ রাজ্য নয়, ত্রিপুরার বিজেপি উস্কে দিল একটা বিতর্ক- ক্ষমতায় আসা বহু দূর, কিছু এলাকায় হালকা গা-ঝাড়া দিতেই পুরোনো চেহারা দেখাতে শুরু করল সিপিএম? চমকাইতলা, কেশপুর, গড়বেতা, নেতাইয়ের স্মৃতি কি আবার জনমানসে ফিরিয়ে আনল বাদুড়িয়ার ভাইরাল হওয়া ভিডিয়ো? যেখানে দেখা যাচ্ছে এক সিপিএম কর্মী দেদার ছাপ্পা মারছেন। ত্রিপুরা বিজেপি নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিয়ো পোস্ট করে বিঁধেছে সিপিএমকে।

West Bengal Panchayat Election 2023 : পালানো ছেড়ে প্রতিরোধ, নয়া ট্রেন্ড বিরোধীর
ওই ভাইরাল ভিডিয়োর প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই ভাবেই কি বামেরা প্রতিরোধ গড়ে তুলতে চাইছে তৃণমূলের বিরুদ্ধে? রিগিং-এর মোকাবিলায় পাল্টা রিগিং-ই কি বাংলার ভবিতব্য? তৃণমূলও বাদুড়িয়ার ঘটনাকে সম্বল করে বামেদের বিঁধেছে। তাদের দাবি, সিপিএমের মুখোশ খুলে গিয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এটাই সিপিএমের আসল চেহারা। বিধানসভায় শূন্য হয়ে যাওয়া একটি দল মওকা পেলে কী করতে পারে, সেটা বাদুড়িয়ার ওই বুথ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।’

West Bengal Panchayat CPIM: ফাঁকা মাঠে গোল! রাজ্যজুড়ে তৃণমূলের দাদাগিরির মাঝে বাদুড়িয়ায় ছাপ্পা সিপিএমের
সিপিএম অবশ্য বাদুড়িয়ার ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, ওই ঘটনার সঙ্গে সিপিএমের কেউ যুক্ত নন। তারা ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় চক্রান্তের গন্ধ পাচ্ছে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, ‘আমরা রিগিং-ছাপ্পার বিরুদ্ধে। প্রথমেই বাদুড়িয়ার ওই ঘটনার নিন্দা করছি। কিন্তু দল খোঁজ নিয়ে দেখেছে, যাকে সিপিএমের ব্যালটে ছাপ্পা মারতে দেখা যাচ্ছে, সে আমাদের পার্টির সঙ্গে যুক্ত নয়। এর মধ্যে চক্রান্ত থাকতে পারে।’ কুণালের কটাক্ষ, ‘তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সত্যি, আর সিপিএমের বিরুদ্ধে ওঠা অভিযোগ চক্রান্ত। ভালো যুক্তি।’

West Bengal Panchayat Election : স্ত্রীর কাঁধে লাল ঝান্ডা, TMC নেতা হয়েও ‘হাসি’ মুখে প্রচারে পতিব্রতা স্বামী
ওই ভাইরাল ভিডিয়োকে হাতিয়ার করে ত্রিপুরা বিজেপি সিপিএমকে বিঁধলেও বঙ্গ-বিজেপি সেই পথে হাঁটেনি। তারা ভোট-সন্ত্রাসের যাবতীয় দায়ভার তৃণমূলের ঘাড়েই চাপাচ্ছে। তাদের যুক্তি, বর্তমান রাজনৈতিক আবহে সিপিএমের রিগিং নিয়ে সোচ্চার হলে তৃণমূলকে সুবিধে করে দেওয়া হবে। বাংলার এক বর্ষীয়ান বিজেপি নেতার কথায়, ‘ত্রিপুরার বিজেপি নেতারা তাঁদের রাজনৈতিক সমীকরণ অনুযায়ী সিপিএমকে নিশানা করছেন। আমাদের রাজনৈতিক সমীকরণ ভিন্ন।

WB Panchayat Vote 2023 : ভোররাতেও গ্রামবাংলার বুথে ভোটার, দশ বছর পর ফের ৮০% ভোট
এ রাজ্যে সিপিএম নয়, তৃণমূলই আমাদের প্রধান শত্রু। ফলে আমরা যদি সিপিএমের রিগিং নিয়ে গলা ফাটাই, তা হলে তৃণমূলকে স্পেস দেওয়া হবে। সেটা আমরা চাই না।’ রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যর ব্যাখ্যা, ‘সিপিএম কী, তা পশ্চিমবঙ্গের মানুষ হাড়েহাড়ে জানেন। নতুন করে বাংলার মানুষকে কিছু জানানোর নেই সিপিএম সম্পর্কে। এ রাজ্যে নির্বাচনী সন্ত্রাস সিপিএমেরই আমদানি।

Panchayat Election 2023 : BJP প্রার্থীর বাড়ির সামনে বোমা-সাদা থান-মালা! বনগাঁয় আতঙ্ক, নিশানায় TMC
এখনও আমার শরীরে একাধিক সিপিএমের সন্ত্রাসের চিহ্ন রয়েছে।’ ত্রিপুরা বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ সুনিত সরকার বলেন, ‘পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে তৃণমূলই সবথেকে বেশে সন্ত্রাস করেছে। কিন্তু ত্রিপুরায় তৃণমূল নোটার থেকেও কম ভোট পেয়েছে। তাই যে দলের অস্তিত্বই আমাদের রাজ্যে নেই, তাদের আক্রমণ করা অর্থহীন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *