Rajyasabha Election Bengal : ৩ নতুন মুখ! রাজ্যসভার ৬ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল – trinamool congress announced rajya sabha election candidate list


পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই আরও এক ভোট। আগামী ২৪ জুলাই বাংলায় সাত আসনে রাজ্যসভা নির্বাচন। পঞ্চায়েতের ফল ঘোষণার আগেই ছয় আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। প্রত্যাশিতভাবে তৃণমূলের রাজ্যসভার বর্তমান দলনেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় ও দোলা সেনকে ফের সংসদের উচ্চকক্ষে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দল।

Mamata Banerjee : বিরোধীরা জিতে গেলেও আসবে তৃণমূলে: মমতা
ডেরেক, সুখেন্দু, দোলার পাশাপাশি প্রার্থী চয়নে বাকি তিন আসনে চমক দিয়েছে বাংলার শাসকদল। সমাজকর্মী সাকেত গোখলে, সামিরুল ইসলাম ও আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বরাইককে রাজ্যসভার টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংখ্যার নিরিখে বাংলা থেকে খালি হওয়া সপ্তম আসনে বিজেপির জয় নিশ্চিত। ওই আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করবে কি না, সেই নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলের প্রার্থী তালিকায় সবদিকের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। মোদী বিরোধী সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য একাধিকবার গ্রেফাতারির মুখে পড়তে হয় আরটিআই কর্মী সাকেত গোখলেকে। সাকেতের গ্রেফতারিকে ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’ হিসেবে তুলে ধরেছিল তৃণমূল। জাতীয় স্তরে সাকেত পরিচিত মুখ। সেই কারণে তাকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে বাঙালি ভাবাবেগের কথা মাথায় রেখে বাংলা সংস্কৃতি মঞ্চেরর সভাপতি সমিরুল ইসলামকে প্রার্থী করা হয়েছে। কুড়মি আন্দোলনকে ঘিরে আদিবাসীদের একাংশ তৃণমূলের বিরোধিতার সুর চড়াচ্ছে। সেই ক্ষতে প্রলেপ দিতে আদিবাসী নেতা প্রকাশকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে শাসকদল।

Panchayat Election : ব্যালটে তৃণমূল প্রার্থীর নামের পাশে পদ্ম-প্রতীকে উত্তেজনা
প্রত্যাশিতভাবেই রাজ্যসভার প্রার্থী তালিকা থেকে বাদ পড়ছেন দার্জিলিঙের শান্তা ছেত্রী ও অসমের তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফ্যালেরিওকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। কিন্তু রাজ্যসভার সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দেওয়ার পর সেই আসনে উপনির্বাচন অবশ্যম্ভাবী ছিল। খালি হওয়া আসনে কাকে তৃণমূল প্রার্থী করল, তা এখনও স্পষ্ট নয়।

Trinamool Congress : প্রচারের শেষ লগ্নেও তৃণমূলে বহিষ্কার, একাধিক জেলা থেকে ৯৬ জনকে দরজা দেখাল দল
পঞ্চায়েত ভোট পর্বেই রাজ্যসভার ভোট নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল বিধানসভায়। বিধানসভার জয়েন্ট সেক্রেটারি স্বস্তি আচার্য রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার। ১৩ জুলাই বাংলায় খালি হওয়া সাত রাজ্যসভা আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৪ জুলাই মনোননয়ন প্রত্যাহারের শেষ দিন। শাসকদল প্রার্থী তালিকা ঘোষণা করলেও প্রধান বিরোধী দল হিসেবে এখনও বিজেপি এখনও তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনিয বিজেপি একটি আসনে কাকে প্রার্থী হিসেবে বেছে নেয়, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *