Re Election In West Bengal : বোমার জবাব ব্যালটে দিল আনিসুরের পরিবার, কান্নাভেজা চোখে ভোটদান মা-বৌদি’র – basanti tmc worker anisur family voted today re election who lost life in bomb blast election23


Panchayat Election Violence In West Bengal : এই পঞ্চায়েত ভোটই কেড়ে নিয়েছে বাড়ির ছেলের প্রাণ। শনিবার দুষ্কৃতীদের বোমার আঘাতে মৃত্যু হয় আনিসুর ওস্তাগারের। আর সেই বোমার জবাব ব্যালটেই দিল তাঁর পরিবার। নিহত তৃণমূল কর্মীর পরিবার ভোট দিয়ে জানালেন, ফাঁসি চাই আক্রমণকারীদের। এদিন পুরো পরিবার ভয় ভীতি ছাড়াই ভোট দিলেন ভোটকেন্দ্রে এসে।

উল্লেখ্য, শনিবার দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় নিহত হন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ পঞ্চায়েতের তৃণমূল কর্মী আনিসুর ওস্তাগার। ভোটের দিন বুথ কেন্দ্রের সামনেই ঘটনাস্থলে বোমার আঘাতে মৃত্যু হয় তাঁর। সেই ঘটনার পর বন্ধ হয়ে যায় বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১০৩ নম্বর বুথের ভোটগ্রহণ।

WB Panchayat Election Violence : থামল ২ দিনের লড়াই, ভোটের হিংসায় বোমার আঘাতে জখম CPIM কর্মীর মৃত্যু নদিয়ায়
এদিন পুনরায় ভোট শুরু হওয়ার পর সকাল বেলায় তাঁর পরিবারের লোকজন আসেন ভোট দিতে। আনিসুরের বাবা কুদ্দুস ওস্তাগারও আসেন ভোট দিতে। ওস্তাগার পরিবার থেকে এবার প্রার্থী হয়েছেন আনিসুরের বৌদি রোকেয়া ওস্তাগার।

তাই পরিবারের লোকজন সকলেই ভোট দিয়ে বোমের জবাব ব্যালটে দিলেন। তবে শুধু ওই পরিবার নয় পুরো পাড়ার লোকেও এলেন ভোট দিতে। কুদ্দুস ওস্তাগার বলেন, ‘শনিবার সুস্থ ভাবেই ভোট হচ্ছিল। তাই আমি ভোট দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। আনিসুর এলাকার লোকেদের ভোট দিতে নিয়ে এসেছিল। তারপর বোমাবাজি শুরু হয়। এখানে বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে। ওরা প্রথমে নির্দল হিসেবে দাঁড়িয়েছিল। কিন্তু পরে মনোনয়ন প্রত্যাহার করে ISF-কে সমর্থন করছিল। ওরাই এই কাণ্ড ঘটিয়েছে।’

Post Poll Violence in West Bengal : TMC-CPIM সংঘর্ষে তুমুল উত্তেজনা-বোমাবাজি আমডাঙায়, আহত একাধিক
মৃত আনিসুরের মা আমিনা ওস্তাগার ভোট দিয়ে বলেন, ‘শনিবার যদি আজকের মতো এত কড়া নিরাপত্তা থাকতে তাহলে আমার ছেলেকে দুষ্কৃতীরা বোমা ছুঁড়ে মারতে পারত না। আমার ছেলের মৃত্যু হত না। সে আজ আমাদের মধ্যেই থাকত। ওই দুষ্কৃতীদের চরমতম শাস্তি চাই।’

মৃতের বৌদি তথা ১০৩ নম্বর বুথের তৃণমূল প্রার্থী রোকেয়া ওস্তাগারও এদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, শনিবার পঞ্চায়েত ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়েছিলেন আনিসুর ওস্তাগার। ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ে ছিল তাঁর ভোটকেন্দ্র। সেই বিদ্যালয়ের ১০৩ নম্বর বুথের সামনে শনিবার মুড়ি মুড়কির মতো বোমা ফাটাচ্ছিল দুষ্কৃতীরা।

West Bengal Panchayat Election 2023: দুপুর গড়াতেই বলি ১১! শাসক-বিরোধীর রক্তে রাঙা বাংলার ‘রেড স্যাটার্ডে’
ভয়ে সেখান থেকে পালিয়েছিলেন ভোটার ও অন্যান্য মানুষ। ঠিক সেই সময়েই বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কর্মী আনিসুর ওস্তাগারের। যদিও এদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচুর নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। স্বাভাবিক ভাবেই ভোট হচ্ছে। মানুষ এসে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *