Subhaprasanna Artist : বিলম্বিত বোধোদয়? ভোট হিংসা নিয়ে ১৮০ ডিগ্রি অবস্থান বদলে বিস্ফোরক শুভাপ্রসন্ন – artist subhaprasanna changes standpoint and criticize violence in panchayat election


পঞ্চায়েত ভোটের দিন হিংসা নিয়ে ‘মমতাপন্থী’ বিশিষ্টজনদের প্রথম সারির মুখ ও চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিল এই সময় ডিজিটাল। রাজ্য নির্বাচন কমিশন ও কমিশার রাজীব সিনহার পাশে দাঁড়িয়ে কার্যত সার্টিফিকেট দেন এই চিত্রশিল্পী। শুভাপ্রসন্ন এই সময় ডিজিটালকে জানান, ‘বাম আমলে ভোটে যে হিংসা ঘটনা ঘটন, তার তুলনায় এই ঘটনা কিছুই নয়।’ একদিন পেরিয়ে পঞ্চায়েতের পুনর্নির্বাচনের দিন ১৮০ ডিগ্রি অবস্থান বদলে ফেললেন এই চিত্রশিল্পী। সোমবার হঠাৎ ‘জাগ্রত’ শুভাপ্রসন্নর বিবেক।

Subhaprasanna Artist : ‘জ্যোতি বসুর আমলে নাম নিতেও…’, পঞ্চায়েত হিংসা নিয়ে মুখ খুললেন শুভাপ্রসন্ন
এক টেলিভিশন চ্যানেলের মুখোমুখি হয়ে ভোট হিংসা নিয়ে শুভাপ্রসন্ন বলেন, ‘দেশেরে কোথাও ভোটে এমন হিংসা হয়ন না। গণতন্ত্রের উৎসবে কেন এত মৃত্যু! আমাদের রাজ্যের এই সংস্কৃতির বদল দরকার। সময় এসে গিয়েছে, মুক্তমনা ও বুদ্ধিজীবী মানুষদের একত্রিত হয়ে ফের পথে নামা। এই বাংলা মণীষীদের পীঠস্থান। সবার কাছে আমরা আহ্বান করতে পারি। আগে যেমন মিছিল করেছিলাম, তেমনইভাবেই আবার মিছিল করব।’

পঞ্চায়েত ভোটের দিনের অবস্থান থেকে এদিন সম্পূর্ণ ঘুরে গিয়েছেন শুভা। তিনি বলেন, ‘ভোট হিংসার কথা ভাবতে লজ্জা করে। যে মানুষরা পথ দেখিয়েছিলেন, আমরা সেই পরম্পরার বিরোধিতা করছি। দেশে কোথাও এটা হয় না। এইসব জিনিস পরিবর্তন করতে হবে।’

Governor CV Ananda Bose: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা রাজ্যপালের, গ্রাউন্ড জিরোর রিপোর্ট দেবেন বোস? জল্পনা
এই সময় ডিজিটালের মুখোমুখি হয়ে শুভা বলেন, ‘রাজীব সিনহা একজন দক্ষ আইএএস অফিসার ছিলেন। তিনি রাজ্যের মুখ্যসচিবও ছিলেন। যথেষ্ট দক্ষ হাতেই পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণ করেছেন… বাম আমলে জ্যোতি বসুর নামে কেউ কোনও কথা বলতে পারতেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নয়ন করলেও তাঁকে অনেক খারাপ কথা শুনতে হয়। এটাই ফারাক।’

শুভাপ্রসন্নর এই মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে তাঁর অবস্থান বদল নিয়েও। দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদেলর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। টেলিভিশন সাক্ষাতকারে একের পর এক বোমা ফাটান এই চিত্রশিল্পী। এমনকী ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী’ করেছি বলেও দাবি করেন শুভাপ্রসন্ন।

West Bengal Panchayat Election 2023 : কোথায় কে কাকে মেরে দেবে, কেউ সে গ্যারান্টি দিতে পারবে না: রাজীব
পঞ্চায়েত নির্বাচনে বেনজির সন্ত্রাস পরিস্থিতির সাক্ষী ছিল গোটা বাংলা। ভোট ঘোষণা হওয়ার পর থেকে ভোটের দিন অবধি ঝরে গিয়েছে ৩৫ জনের প্রাণ। রাজ্যের বিভিন্ন বুথে ছাপ্পা ও বুথ দখলের অভিযোগ উঠেছে। ভোটে হিংসার পর ইতিমধ্যেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এদিন বৈঠকের কথা রয়েছে তাঁর। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *