WB Panchayat Nirbachan : NIA-এর হাতে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী মনোজ ঘোষ


পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্য জুড়ে উত্তেজনা। শনিবার ভোটগ্রহণে লাগামছাড়া সন্ত্রাসের পর ৬৯৬টি বুথে পুর্ননির্বাচনের আয়োজন। পঞ্চায়েত আবহেই রাজ্যে গ্রেফতার তৃণমূল প্রার্থী। NIA-এর হাতে গ্রেফতার বীরভূমের তৃণমূল প্রার্থী মনোজ পাণ্ডে।

জানা গিয়েছে, এদিন নলহাটি থানায় ডেকে বীরভূমের এই তৃণমূল প্রার্থীকে গ্রেফতার করে NIA। ভোটের কয়েকদিন আগেই তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। সেই মামলাতেই গ্রেফতার পঞ্চায়েত প্রার্থী। তাঁকে আগামীকাল NIA বিশেষ আদালতে তোলা হবে। এদিনই অভিযুক্ত মনোজকে কলকাতা আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

WB Panchayat Election Result 2023 Live: কার দখলে গ্রামবাংলা? গণনার খবর সরাসরি জানতে পারবেন কোথায়-কী ভাবে, জানুন
বীরভূমে নলহাটিতে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রেফতার TMC প্রার্থী। গ্রেফতার নলহাটি এক নম্বর ব্লকের বাণীড় গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুরের তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ। ওই গ্রামেরই বাসিন্দা তিনি। তাকে সোমবার গ্রেফতার করল NIA।

West Bengal Panchayat Election 2023 : ‘বাহিনী থাকলে এমনটা হতো না…’, প্রশাসনকেই দায়ী করে আর্তনাদ মৃত TMC প্রার্থীর মায়ের

পাথর ক্রাশারের মালিক মনোজ ঘোষ। উল্লেখ্য, গত ২৮ সে জুন তাঁর ওই বন্ধ ক্রাশার অফিসে হানা দিয়ে দুই ব্যাগ ভর্তি বিস্ফোরক এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে NIA আধিকারিকরা। সেই ঘটনাতেই তদন্তের পর এদিন গ্রেফতারি। এরপরেই, NIA আধিকারিকরা সোমবার বীরভূমের নলহাটি থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে মনোজ ঘোষকে।। সূত্রের খবর, বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের এর পরই গ্রেফতার করা হয় তাঁকে।

Adhir Ranjan Chowdhury Calcutta High Court: পঞ্চায়েত ভোট নিয়ে ফের আদালতে অধীর চৌধুরী, নিহত ও আহতদের ক্ষতিপূরণ নিয়ে আবেদন

মনোজের ওই অফিস থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রিক ডিটোনেটর, জিলেটিন স্টিক এবং অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়। NIA সূত্রে জানা গিয়েছে, মনোজের অফিসে মজুত ছিল ৮৫ হাজার ইলেকট্রিক ডিটোনেটর এবং ৫০ কেজির উপর অ্যামোনিয়াম নাইট্রেট ও প্রচুর জিলেটিন স্টিক ছিল। ভোটের আগে কেন তাঁর অফিসে অত বিস্ফোরক মজুত রাখা হয়েছিল সেই নিয়েই প্রশ্ন ওঠে। এনআইএ-র তলব পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তলব সত্ত্বেও জাতীয় তদন্তকারী সংস্থার ডাকে হাজিরা দেননি তিনি বলে অভিযোগ। শেষে এদিন নলহাটি থানার মাধ্যমে তাঁকে ডেকে পাঠানো হয়। তারপরই গ্রেফতারি। রাজ্যে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তে আসে জাতীয় তদন্তকারী সংস্থা। বীরভূমে গিয়ে তল্লাশি চালাতেই সামনে আসে বিপুল পরিমাণে বিস্ফোরকের ভাণ্ডার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *