নারায়ণ সিংহরায়: জল্পনা ছিলই। রাজ্যসভায় বিজেপি প্রার্থী হচ্ছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ। ‘আমাদের প্রস্তাব রাজি হয়েছেন’, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
আরও পড়ুন: WB Panchayat Election 2023 Results: পুরুলিয়া-বাঁকুড়ার লালমাটিতেও সবুজ আবিরের ঢেউ?
একজন ইস্তফা দিয়েছেন। বাকি ৬ জনেরও মেয়াদ শেষের মুখে। রাজ্যসভায় বাংলার ৬ আসনে ভোট হবে ২৪ জুলাই। এখন চলছে মনোনয়ন পেশের কাজ।
রাজ্যসভায় ৬ আসনের মধ্যে ৫টিতে তৃণমূলের জয় নিশ্চিত। বস্তুত, ওই ৫ আসনে প্রার্থীদের নামও ঘোষণা করে দিয়েছে শাসকদল। আর একটি আসন থাকবে বিজেপির দখলে। কিন্তু প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি গেরুয়াশিবির।
দুপুরে তখন বিকেল। এদিন পঞ্চায়েত ভোটের গণনা ও ফলপ্রকাশ চলাকালীনই কোচবিহারের চকচকা এলাকা অনন্ত মহারাজের বাড়িতে যান নিশীথ প্রামাণিক। প্রায় চল্লিশ পর বৈঠক হয় দু’জনের।
এদিকে পাহাড়ে এখনও বিজেপির সঙ্গেই রয়েছে GNLF। তাঁদের সমর্থনেই দার্জিলিংয়ে লোকসভা ও বিধানসভা ভোট জিতেছে গেরুয়াশিবির। বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে ফের হাত মেলাল বিজেপি, অভিযোগ তৃণমূলের।