‘বিভেদ ভুলে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করতে হবে’ Governor CV Ananda Bose reacts on Panchayat


শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: পঞ্চায়েত ভোট শেষ। ‘এখন বিভেদ ভুলে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করতে হবে’, গণনার দিন রাজনৈতিক দলগুলিকে বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুন:: Partha Chatterjee: পঞ্চায়েত নির্বাচনের গণনা চলছে, এরই মধ্যে কী বললেন পার্থ?

বিকেলে রাজভবনে সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা যদি বন্ধুত্বপূর্ণ হয়, তাহলে হিংসার সম্ভাবনা থাকে না। গণতন্ত্রের  অগ্রগতিকে গঙ্গা নদীর গতিপথের সঙ্গে তুলনা করা যেতে পারে। রাজনীতির প্রথম পর্যায় হল নির্বাচনী প্রচার। তারপর ভোট হয়। ভোটের সময় যেমন বিভিন্ন শাখা নদী মূল নদীতে মেশে, তেমনি বিভিন্ন রাজনৈতিক দলও মূল নদীতে মেশে, যেটা হল নির্বাচন। গণতন্ত্রে কেউ গুরত্বহীন নয়। প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ভোটার গুরুত্বপূর্ণ’।

আরও পড়ুন: Babul Supriya: ‘খড়কুটো আঁকড়ে ধরছে’, ভোট গণনার মাঝেই বিজেপিকে নিশানা মন্ত্রী বাবুলের

মনোনয়ন পর্বে অশান্তির পর ভাঙড়, ক্যানিং, বাসন্তী, এমনকী উত্তরবঙ্গেও যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। হিংসাকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এরপর যেদিন পঞ্চায়েত ভোট হয়, তার পরেরই দিনই দিল্লির উদ্দেশ্য রওনা দেন সিভি আনন্দ বোস।  দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। কলকাতায় ফেরেন এদিন। বিমানবন্দর নেমেই হিংসার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *