সিপিএমের ‘জয় রুখতে’ ব্যালট পেপার খেলেন তৃণমূল প্রার্থী! TMC candidates eats ballot paper to avoid defeat in Panchayat Election


মনোজ মণ্ডল ও অরূপ লাহা: সিপিএম প্রার্থী জিতে যাবে না তো? হার এড়াতে শেষপর্যন্ত ব্যালট পেপারই খেয়ে ফেললেন তৃণমূল প্রার্থী! আজবকাণ্ড উত্তর ২৪ পরগনার অশোকনগরে।

আরও পড়ুন: WB Panchayat Election 2023: কাজে এল না স্বজন হারানোর আবেগ, বগটুইয়ে ফুটল কোন ফুল?

গণনা শেষ হয়নি এখনও। তবে পঞ্চায়েত ভোটের ট্রেন্ডে এগিয়ে তৃণমূলই। কয়েক যোজন পিছনে বিজেপি-সহ বিরোধীরা। জেলায় জেলায় সবুজ মেখে কার্যত বিজয়োৎসবে মেতে উঠেছেন শাসকদলের  কর্মী-সমর্থকরা।

বামেদের দাবি, অশোকনগরের ভরকুণ্ডায় পঞ্চায়েতে ৩১ নম্বর বুথে গণনায় জিতেছিলেন সিপিএম প্রার্থী  রবীন্দ্রনাথ মজুমদার। ব্যবধান ছিল চার ভোটের। তারপর? অভিযোগ, গণনাকেন্দ্রে ঢুকে সিপিএম প্রার্থীর ব্য়ালট ছিঁড়ে দেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। এমনকী, অর্ধেক ব্যালট পেপার নাকি খেয়েও ফেলেন!  কিছু্ক্ষণ পরেই ৪৪ ভোটে জয়ী ঘোষণা করা হয় শাসকদলের প্রার্থীকে।

আরও পড়ুন: WB Panchayat Election 2023: উত্তরবঙ্গে হারানো জমি পঞ্চায়েতে পুনরুদ্ধার তৃণমূলের, ধাক্কা বিজেপির!

এদিকে পূর্ব বর্ধমানে হারের ভয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলেন তৃণমুল প্রার্থী! অভিযুক্তকে অবশ্য ধরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। তাঁর কাছে পাওয়া যায় ২ বান্ডিল ব্য়ালট।

ঘটনাটি ঠিক কী? পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচরা গ্রাম পঞ্চায়েত প্রার্থী রূপসোনা মণ্ডল। গণনা তখন প্রায় শেষের দিকে। ভোটের ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন সিপিএম প্রার্থী। অভিযোগ, এরপরই গণনাকেন্দ্রে থেকে বেশ ব্যালট পেপার নিয়ে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করেন শাসকদলের প্রার্থী। যদিও শেষরক্ষা হয়নি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *