হাওড়ায় ঘাসফুলকে টপকে এগিয়ে BJP-CPIM, জানুন পঞ্চায়েতের ফলাফল ট্রেন্ডিং


রাজ্য জুড়ে শুরু ভোট গণনা। রাজ্যের মোট ৩৩৯ টি ভোট গণনা কেন্দ্রে গ্রাম বাংলার মতামত গণনা করতে শুরু করেছেন ভোট কর্মীরা। হাওড়া জেলার মানুষের রায় কী? কোনদিকে ঢলবে তাঁদের জন সমর্থন। জেলার গ্রামাঞ্চলের মানুষ শাসক দলের দিকে ঝুঁকবেন নাকি বিরোধীরা জায়গা করে নেবে?

West Bengal Panchayat Vote 2023 : রাতের অন্ধকারে গণনা কেন্দ্রে বহিরাগতদের প্রবেশ! প্রতিবাদে বিক্ষোভ অবরোধ উলুবেড়িয়ায়
ভোট গণনার ট্রেন্ডিং অনুযায়ী গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সঙ্গে ভালো লড়ছে বিজেপি। কয়েকটি জায়গায় লড়াই করছে সিপিএমও। তবে শেষ পর্যন্ত কী ফলাফল হয়, তার জন্য আরও কিছুক্ষণের অপেক্ষা করতে হবে। গত বিধানসভা নির্বাচনে হাওড়া জেলায় খাতা খুলতে পারেনি বিরোধীরা। সেদিক থেকে গ্রামাঞ্চলে অনেকটাই এগিয়ে রয়েছে শাসক দল বলে বুথ ফেরত সমীক্ষায় উঠে আসে।

Howrah Panchayat Election Violence:পঞ্চায়েতে বুথের পর এবার স্ট্রংরুম লুঠের চেষ্টা! ডোমজুড়ে গণনা কেন্দ্রের পাঁচিল ভেঙে রাস্তা তৈরির অভিযোগ
পঞ্চায়েত নির্বাচন ২০২৩ হাওড়া জেলায় গ্রাম পঞ্চায়েত স্তরে মোট আসন – ৩১০২। মোট প্রার্থী – ৭৩৩৬ এবং নির্দল প্রার্থী রয়েছেন ১৮৮। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে ৭১৭ আসনে।
অন্যদিকে, পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ৪৭, মোট প্রার্থী রয়েছেন ১২৫৩, নির্দল প্রার্থী আছেন ১৫ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে ৯৮টি আসনে। জেলা পরিষদ মোট আসন রয়েছে ৪২টি। মোট প্রার্থীর সংখ্যা ৭৭, এর মধ্যে নির্দল প্রার্থী ১২, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনও আসনে জয় হয়নি শাসক-বিরোধী কোনও দলেরই।

West Bengal Panchayat Repoll 2023: ফের পুনর্নির্বাচনের সিদ্ধান্ত, তালিকায় হাওড়ার এই বুথগুলি
হাওড়া জেলায় মোট ৩০৩১টি ভোট গ্রহণ কেন্দ্র ছিল। ভোট গ্রহণের জন্য জেলায় মোট ১৫ হাজার ১৫৫ জন ভোট কর্মী যুক্ত রয়েছেন প্রশাসন সূত্রে খবর, প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রেই সিসিক্যামেরা লাগানো হয়েছে।

West Bengal Panchayat Election 2023 : গ্রাম বাংলার রায়!

হাওড়া জেলার ১৫৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে উলুবেড়িয়া মহকুমায় ৯০ টি গ্রাম পঞ্চায়েতের ১৬১৮টি আসনে, জেলার ১৪টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৯টি পঞ্চায়েত সমিতির ২৬৯ টি আসনে এবং ৪২ টি জেলা পরিষদের আসনের মধ্যে ২৭টি জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দিতা হচ্ছে। মহকুমায় মোট ভোটারের সংখ্যা ১৫ লাখ ২৯ হাজার ৩১০ জন। মহকুমায় মোট ভোটগ্রহন কেন্দ্রের সংখ্যা ১৬৮২ টি। যার মধ্যে মেন ভোট গ্রহণ কেন্দ্র ১৬৩৯ এবং সহায়ক কেন্দ্র থাকছে ৪৩টি।হাওড়া জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আসন গুলিতে কারা নিজেদের দখলে রাখছে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *