৭০ অ্যাথলিট তাঁর যৌন লালসার শিকার! কুখ্যাত ডাক্তারকে জেলেই কোপানো হল দশবার…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ল্যারি নাসের (Larry Nassar), নামটা শুনলেই বুক কেঁপে ওঠে সিমোন বাইলস (Simone Biles), অ্যালি রেইসম্যান (Aly Raisman) ও ম্যাককায়লা মারোনের (McKayla Maroney) মতো ৭০ জন অ্যাথলিটের! ইউএসএ জিমন্যাস্টিক্স দলের কুখ্যাত ডাক্তারের যৌন লালসার শিকার হয়েছেন তাঁরা। ফ্লোরিডার ইউনাইটেড স্টেটস পেনিটেনটিয়ারি, কোলম্যানে ২০১৮ থেকে রয়েছে ল্যারি। সর্বোচ্চ ১৭৫ বছরের জন্য হাজতবাসের সাজা ভুগছে সিরিয়াল চাইল্ড মলেস্টার ও ধর্ষক ল্যারি। সোমবার তাঁকে জেলেরই এক সহবন্দি জেলের মধ্যে ১০ বার কুপিয়েছে। এমনটাই রিপোর্ট মার্কিন মুলুকের মিডিয়ার। 

আরও পড়ুন: MS Dhoni: এবার আইপিএল খেলতে চান অভিনেতা! তবে প্রযোজক ধোনি এই শর্তেই রাজি

ল্যারির ঘাড়ে ও পিঠে দু’বার করে ও বুকে ছ’বার ছুরির কোপ দিয়েছে ওই সহবন্দি। যদিও ল্যারি প্রাণে রক্ষা পেয়ে গিয়েছেন। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছে দ্য ফেডেরাল ব্যুরো অফ প্রিজনস। ল্যারির উপর যে সহবন্দি আক্রমণ করেছে, নিরাপত্তার খাতিরে তার নাম সামনে আনা হয়নি। বাইলস ও অ্যালিরা প্রকাশ্যেই জানিয়েছেন যে, তাঁরা ল্যারির ভয়ংকর যৌন হেনস্থার শিকার হয়েছেন। ৭০ জন অ্যাথলিট ছাড়াও ল্যারি শতাধিক শিশু ও অল্প বয়সী মহিলাদের ধারাবাহিক ভাবে যৌন নির্যাতন করেছেন এক সময়। চাইল্ড পর্নোগ্রাফিতেও নাম জড়িয়েছে ল্যারির।

ল্যারির বিরুদ্ধে আদালতে বিচার চলাকালীন ১২ জন মহিলা জিমন্যাস্ট তার বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছিলেন। যৌন নির্যাতনের বর্ণনা করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েছিলেন। তাঁরা ল্যারির সর্বোচ্চ শাস্তির দাবি করেছিলেন। ল্যারির যৌন লালসার শিকার হয়ে এক মহিলা জিমন্যাস্ট আত্মহত্যাও করেছিলেন। মৃতের মা বলেছিলেন, ‘আমার মেয়ে ২২ বছর বয়স থেকে তার যৌন নির্যাতনের স্বীকার হয়েছিল। বেঁচে থাকলে ওর বর্তমানে বয়স ৩২ বছর হতো। আমার মেয়ে প্রতিদিনই আমার কাছে এসে ল্যারির যৌন নির্যাতন বিষয়ে বলতো আর অঝোরে কাঁদতো। 

ল্যারির যৌন নির্যাতনের স্বীকার হয়েই আমার মেয়ে আত্মহত্যা করেছে।’আরেক জিমন্যাস্ট অভিযোগ করে বলেছিলেন, ল্যারি তাঁর শরীরের স্পর্শকাতর জায়গায় ম্যাসেজ করতেন। প্রতিবাদ করলে ল্যারি তাঁকে ফিটনেস ইস্যু দেখিয়ে দল থেকে বার করে দেওয়ার হুমকি দিতেন বলেও অভিযোগ করেন। অন্য অ্যাথলিট বলেছিলেন যে, ল্যারি তাঁর সঙ্গে শতাধিক বার যৌনসঙ্গম করেছেন। সকল অভিযোগকারী নারীই ল্যারির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: Igor Stimac: জোড়া ট্রফি জিতেও বিস্ফোরণ ঘটালেন সুনীল-সন্দেশদের হেডস্যর! কিন্তু কেন?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *