Arabul Islam News: হার স্বীকার, ভাঙড়ে আরাবুলের নিজের গ্রামেই ISF- র দাপটে ভ্যানিশ জোড়াফুল – bhangrar panchayat election result tmc lost in arabul islam village polerhat block 2 election23


ভোট উত্তেজনার মাঝে দক্ষিণ ২৪ পরগনার এপিসেন্টার ছিল ভাঙড়। মনোনয়ন থেকে নির্বাচনে সন্ত্রাস, অশান্তি, বোমাবাজিতে প্রথম সারিতে ভাঙড়। সেই ভাঙড়েই অভাবনীয় ঘটনা। ভাঙড়ে তৃণমূলের অন্যতম মুখ আরাবুল ইসলাম গণনা শেষের আগেই মেনে নিলেন হার।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণায় যেখানে একের পর এক গ্রাম পঞ্চায়েতে ফুটছে জোড়াফুল, সেখানে নিজের গ্রামেই মুখ পুড়ল আরাবুলের। আইএসএফ ও জমি রক্ষা কমিটির দাপটে ওই এলাকায় ব্যাকফুটে তৃণমূল। পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আরাবুল ৷ সেই পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আরাবুলের পাড়ায় হার হল তৃণমূলের ৷ জোড়াফুলকে হারিয়ে আরাবুলের গড়ে জয় আইএসএফ ও জমি রক্ষা কমিটির জোট৷

West Bengal Panchayat Election 2023 Live : ভোটের দিন অন্য ছবি! হিংসা সরিয়ে ভাঙড়ে গোলাপ বিলি-ফুটবল ম্যাচ

এছাড়া ভাঙড়-২ জুড়ে বাকি অংশে তৃণমূলের জয়জয়কার ৷ ১০ পঞ্চায়েতের ৯টিতে জয়ী তৃণমূল ৷ ভাঙড়-২ ব্লকে একমাত্র আরাবুলের গ্রামে হার তৃণমূলের ৷ এদিন গণনা শেষের আগেই কাউন্টিং স্টেশন থেকে হার স্বীকার করে বেরিয়ে যান হতাশ তৃণমূল নেতা আরাবুল ইসলাম।কা উন্টিং সেন্টার থেকে বেরিয়ে যাওয়ার সময় কার্যত পোলেরহাট ২ নম্বর অঞ্চলে শাসকদলের হার স্বীকার করলেন আরাবুল ইসলাম। এখনও পর্যন্ত সেখানে ভোট গণনা বাকি রয়েছে। তার আগেই পরাজয় স্বীকার করে মাঠ ছাড়লেন আরাবুল। বেরিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমকে বলেন, ‘ আমার বুথে জিতেছি কিন্তু বাকি বুথগুলোয় হারলাম। কোথাও ৫ কোথাও ৭ কোথাও ১০, আমাদের সাতটা প্রার্থী এমনই কম ব্যবধানে হেরেছে। আর কী হবে! বাকি ৯টা জায়গায় আমরা জিতেছে।’

Panchayat Nirbachan 2023 : ‘ঘাড় ধাক্কা দিয়ে ভাঙড় ছাড়া করতে হবে নওশাদকে’, হুঁশিয়ারি আরাবুলের

ভাঙড়ের পোলেরহাট-২ ব্লক বরাবরই ভাঙড়ে রাজনীতিতে গুরুত্বপূর্ণ। পাওয়ার গ্রিড আন্দোলনের সময় জমি রক্ষা কমিটির ভূমিকা ছিল প্রধান। কিন্তু ভাঙড়ে তৃণমূলের অন্য প্রধান নেতা আরাবুলের পাড়াতেই শাসকদলের হারে ছড়িয়েছে চাঞ্চল্য।

Bhangar Clash : ‘হাতে হাত ধরে ভোট দিন’, অশান্ত ভাঙড়ে স্বপন বাউলের শান্তির বার্তা

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। মনোনয়ন পর্ব চলাকালীন তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকদের সংঘর্ষে ছড়ায় ব্যাপক উত্তেজনা। মৃত্যু হয় তিনজনের। ভোটের দিনেও ভাঙড়ে এক আইএসএফ কর্মীর গুলিবিদ্ধ হওয়ার খবর মেলে। অশান্তির জেরে নিজে ভাঙড়ে গিয়ে সন্তস্ত্র মানুষের সঙ্গে দেখা করে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকী এদিন সকালেও ভাঙড়ে যান রাজ্যপাল।
WB Panchayat Vote 2023 Live : হটস্পট ভাঙড়! দফায় দফায় সংঘর্ষ-বোমাবাজি, গুলিবিদ্ধ ISF কর্মী

উল্লেখ্য, তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদে তৃণমূলের প্রার্থী। জেলা পরিষদের গণনা এখনও শুরু হয়নি। সেদিকেও নজর আছে রাজ্য রাজনীতির। মনোনয়ন পর্বে আরাবুল পুত্র হাকিমুলের গাড়িতে বোম রাখার অভিযোগ উঠেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *