Fake Army Officer Arrested: মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি! পুলিশের জালে ভুয়ো সেনা অফিসার – one fake army officer arrested in siliguri in allegation of association with recruitment scam


পরনে সেনার উর্দি। উর্দিতে লেখা রয়েছে নামও। তাকে সেনার লেফটেনন্ট বলেই জানতে অনেকে। কিন্তু, তার এই পরিচিতি ভুয়ো! এমনই এক ভুয়ো সেনা অফিসার গ্রেফতার হল শিলিগুড়িতে। নিজেকে সেনা পরিচয় দিয়ে যুবকদের চাকরিতে নিয়োগের একটি প্রতারণা চক্র চালাচ্ছিল সে। ঘটনাটি নজরে আসে তদন্তকারীদের। অবশেষে সেনা ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হল সেই ভুয়ো সেনা অফিসার।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম দলচাঁদ ভার্মা। সে সিকিমের গ্যাংটকের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই ওই ব্যক্তির খোঁজ করছিল সেনা। সোমবার রাতে তাকে শিলিগুড়ির শালুগারা এলাকা থেকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। গ্রেফতারের সময়েও সেনার উর্দিতেই ছিল ওই ব্যক্তি। ভারতীয় সেনার খবরের ভিত্তিতেই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

Recruitment Scam : লাখ লাখ টাকার প্রতারণা চক্র! কলকাতায় ভুয়ো টিটিই নিয়োগের পাণ্ডা কি দিল্লিতে?
সেনার তরফে জানানো হয়েছে, ধৃত ব্যক্তি ভারতীয় সেনায় চাকরি দেওয়ার নামে একটি প্রতারণা চক্র চালাচ্ছিল। অনেক যুবক সেনায় চাকরি পাওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করতেন। এরপর চলত টাকার খেলা। মোটা টাকা চাকরিপ্রার্থীদের থেকে নিয়ে প্রতিশ্রুতি দিত ওই ব্যক্তি।

ধৃতের কাছ থেকে মোবাইল, চাকরিতে আবেদনের কিছু কাগজ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। এদিকে সেনায় চাকরি দেওয়ার নাম করে চলা প্রতারণা চক্র নতুন নয়। বহুদিন ধরেই শিলিগুড়িতে এই প্রতারণা চক্র চালানো হচ্ছে বলে অভিযোগ।

Fake Call Centre In Kolkata : পার্ক স্ট্রিটে কলসেন্টার খুলে অনলাইনে অজ়িদের প্রতারণা!
এর আগেও সেনা ও পুলিশের অভিযানে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। গ্রেফতার হয়েছে শিলিগুড়ি সহ ভিনরাজ্যের বাসিন্দারাও। বহু তরুণ সেনায় চাকরি করতে আগ্রহী। তাদের টার্গেট করত প্রতারকরা। নানা ভাবে তাঁদের ফাঁদে ফেলা হয়। প্রতারকরা নিজেদের সেনার উচ্চপদস্থ কর্তা বলে দাবি করত।

এরপরেই দেওয়া হত চাকরির টোপ। আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের পর তাঁদের কাছ থেকে টাকা চাওয়া হত। সেই টাকা পেয়ে গেলেই গা ঢাকা দিত প্রতারকরা। এর আগে অনেকেই প্রতারিত হয়েছে বলে অভিযোগ। সেনার গোয়েন্দা বিভাগের খবরে পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

Calcutta High Court : দ্রুত শুনানির ব্যবস্থা করতে টাকা! হাইকোর্টের কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
ইতিমধ্যেই গোটা রাজ্য তোলপাড় নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। পাশাপাশি গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতো বহিষ্কৃত তৃণমূল নেতারা। নিয়োগ দুর্নীতিকে সামনে রেখে রাজ্য শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *