Hooghly Panchayat Result : বিরোধীদের পিছনে ফেলে লম্বা লাফ তৃণমূলের, হুগলিতে সেকেণ্ড পজিশনের লড়াইয়ে বাম-বিজেপি – hooghly panchayat election results 2023 latest update


Panchayat Election Result : রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কিছুটা প্রকাশ পেতেই বিরোধীদের অনেকটা পিছনে ফেলে তীব্র গতিতে এগিয়ে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। জেলায় যে একতরফা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রাখতে চলেছে তৃণমূল, সেই নিয়ে কারও মনেই দ্বিমত নেই। কিন্তু দ্বিতীয় স্থান দখলের জন্য লড়াই চলছে বাম ও BJP-র মধ্যে। দুপুর ১টা পর্যন্ত ঘোষণা হওয়া ফলাফল অনুযায়ী, গ্রাম পঞ্চায়েতের জয়ী আসন সংখ্যার নিরিখে BJP কিছুটা এগিয়ে থাকলেও, এগিয়ে থাকা আসন সংখ্যায় BJP-কে অনেকটাই পিছনে ফেলেছে বাম কংগ্রেস জোট।

Bengal Panchayat Election Result Live: ৮টা থেকে শুরু গণনা, কড়া নিরাপত্তায় মোড়া গণনাকেন্দ্র
উল্লেখ্য, হুগলি জেলায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ৩৮৮০। এর মধ্যে ভোট হয়েছে ৩৮৭৮ টি আসনে। এর মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২৮১ টি আসনে, সেই সঙ্গে এগিয়ে রয়েছে আরও ৩৭৩ টি আসনে। এখানে BJP দুপুর ১টা পর্যন্ত ৩৮ টি আসনে জয়ী হলেও, ১০৭ টি আসনে এগিয়ে রয়েছে।

Uttar Dinajpur Panchayat : গণনা শুরুতেই মুখের ‘হাসি চওড়া’! উত্তর দিনাজপুরে তৃণমূলের জয়জয়কার
সেখানে বামেরা জয়ী হয়েছে মাত্র ২০ টি আসনে। তবে তাঁরা এগিয়ে রয়েছে BJP র থেকে বিশাল ব্যবধান রেখে ১৭৫ টি আসনে। জেলায় পঞ্চায়েত সমিতির মোট আসন ৬১৯ টি’র মধ্যে তৃণমূল ইতিমধ্যেই দখল করে নিয়েছে ৫৮ টি আসন। যেখানে বিরোধীরা কেউই খাতা খুলতে পারেনি।

WB Panchayat Results : বিরোধীরা ‘হোয়াইট ওয়াশ’, বাজিমাত তৃণমূলের ! ২০১৮-র পঞ্চায়েতের ফল জানুন
এদিকে, জেলা পরিষদের ৫৩ টি আসনে ফলাফল এখনও ঘোষণা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হুগলি জেলায় BJP-কে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে বামেরা। নির্দল প্রার্থীরা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের ১০ টি আসন দখল করে নিয়েছেন। এগিয়ে রয়েছেন আরও ১৭ টি আসনে।

Howrah Panchayat Result : হাওড়ায় ঘাসফুলকে টপকে এগিয়ে BJP-CPIM, জানুন পঞ্চায়েতের ফলাফল ট্রেন্ডিং
গত লোকসভা নির্বাচনে এই জেলায় চমক দিয়েছিল BJP। গ্রামীণ এলাকাগুলির অধিকাশ জায়গাই দখলে রেখেছিল তারা। সিঙ্গুর, চুঁচুড়া গ্রামীণ, বলাগড়, সপ্তগ্রাম সহ ধনেখালির মতো জায়গাগুলি দখলে রেখেছে গেরুয়া শিবির। ফলে ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে কতটা নিজেদের জায়গা তারা ধরে রাখে তা দেখার।

Bengal Panchayat Election Results 2023 : ৯০০৯ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, কোন স্তরে কত?
কিন্তু এবার দেখা যাচ্ছে, BJP-র ঘাড়ে জেলায় নিঃশ্বাস ফেলছে বামেরা। সিঙ্গুর হোক বা আরামবাগ অথবা চুঁচুড়া গ্রামীণ, নিজেদের হারানো মাটি ফিরে পেতে মরিয়া বামেরাও। নতুন মুখেদের উপর ভরসা করে ঘর পুর্নদখল করতে চাইছে তারা। এদিকে, কড়া নিরাপত্তার চাদরে হুগলির গণনা কেন্দ্র মুড়ে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী।

2023 Panchayat Election Results : সান্ত্বনা পুরস্কার বাম-বিজেপির, গ্রাম বাংলা তৃণমূলেরই! ইঙ্গিত প্রাথমিক ট্রেন্ডে
গণনা কেন্দ্রের সামনে চলছে পাহারা। ঢোকা, বেরোনোর মুখে বাহিনীর তল্লাশির মুখে পড়তে হচ্ছে প্রত্যেককে। হুগলি জেলার ১৮টি গণনা কেন্দ্রের ভিতরে ও বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েত ভোটগণনার ক্ষেত্রে যাকে বিরল বলেই মনে করছেন জেলার মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *