Kolkata Metro : দিনেদুপুরে মেট্রোয় জোড়া ঝাঁপ, গুরুতর আহত অবস্থায় উদ্ধার – kolkata metro a male and a female attempt to suicide at m g road station


আবারও দিনের ব্যস্ত সময়ে মেট্রোয় আত্মহত্যায় চেষ্টা। এবার মহাত্মা গান্ধী রোড স্টেশনে জোড়া ঝাঁপ। দুপুর ২টো ২৭ মিনিটে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন ২ জন। যার জেরে কিছু সময়ের জন্য আংশিক ব্যাহত মেট্রো চলাচল। সেই সময় কবি সুভাষ থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত রুটে মেট্রো চলাচল করছিল বলে জানা যায়। অন্যদিকে মেট্রোর থার্ড লাইনের বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে ওই ২ জনকে উদ্ধারের চেষ্টা চালান হয়। তাঁদের উদ্ধার করে পাঠান হয় হাসপাতালে। ২ টো ৫৮ মিনিটে ফের স্বাভাবিক হয় মেট্রো চলাচল।

জানা গিয়েছে মঙ্গলবার মহাত্মা গান্ধী রোড স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ মারেন ২ জন। তাঁদের মধ্যে একজন পুরুষ, অপর জন মহিলা। ঘটনার আকস্মিকতায় কার্যত বাক্যহারা হয়ে যায়ন স্টেশনে উপস্থিত বাকি যাত্রীরা। দ্রুত খবর যায় কর্তৃপক্ষের কাছে। তারপরেই থার্ড লাইনের বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে তাঁদের উদ্ধার হয়। গুরুতর আহত অবস্থায় পাঠান হয় হাসপাতালে।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *