কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই এই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুরের পাওয়া তথ্য অনুযায়ী, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির কারণে তাপমাত্রার খুব বেশি বদল হবে না। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া কী বলছে?
দক্ষিণবঙ্গের আগে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা। সেই কারণে কয়েকদিন ঝেঁপে বৃষ্টির সাক্ষী থেকেছে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা। তবে এখন সেখানেও দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের খবর, উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেখানে ১৪ জুলাই অবধি দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।
কলকাতার তাপমাত্রায় বড় বদল? (Kolkata Weather Update)
সকাল থেকে কলকাতা আকাশের মুখ ভার। মেঘলা আকাশ দেখে মনে আশা জাগলেও গুমোট গরমে অতিষ্ঠ শহরবাসীকে কোনও সুখবর শোনাতে পারল না হাওয়া অফিস। জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতায় ঝেঁপে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলে জানা গিয়েছে। কলকাতা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।