Nadia Panchayat Election Result: কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত তেহট্টের বিধায়ক, লাঠির ঘায়ে পায়ে চোট তাপস সাহার


Panchayat Election Result: ভোট গণনার মাঝেও জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর। এবার কেন্দ্রীয় বাহিনীর হাতে বিধায়কের আক্রান্ত হওয়ার অভিযোগ। নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহাকে ধাক্কা এবং মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। কেন্দ্রীয় পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন তৃণমূল বিধায়ক। পালটা বাহিনীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। যা নিয়ে তেহট্টে উত্তেজনা তুঙ্গে।

Bengal Panchayat Election Result Live: ৮টা থেকে শুরু গণনা, কড়া নিরাপত্তায় মোড়া গণনাকেন্দ্র

জেলায় জেলায় গণনা কেন্দ্রে চলছে ব্যালট গোনা। মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি ও শেষে হবে জেলা পরিষদের ব্যালট গণনা। নদিয়ায় তেহট্টে গণনা চলাকালীনই গণ্ডগোলের অভিযোগ। জানা গিয়েছে, ভোট কেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে তৃণমূলের শিবির। অভিযোগ সেখানে গিয়েই বিধায়ক তাপস সাহা সহ বেশ কিছু তৃণমূল কর্মীকে লাঠি করে মারধর করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ।

তেহট্ট হাই স্কুলের গণনা কেন্দ্রের অনতিদূরে ঘটেছে এই ঘটনা। অভিযোগ, বিধায়ক তাপস সাহা নিজের কর্মী সমর্থক নিয়ে সেখানে জমায়েত করেছিলেন। কয়েকটি গ্রাম পঞ্চায়েতে জয়ের খবর মিলতেই গণনাকেন্দ্রের কাছেই বিজয় উৎসব শুরু করে দেন বিধায়ক ও তাঁর অনুগামীরা। এতেই বিরোধীরা কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানায় বলে জানা গিয়েছে।

Uttar Dinajpur Panchayat : গণনা শুরুতেই মুখের ‘হাসি চওড়া’! উত্তর দিনাজপুরে তৃণমূলের জয়জয়কার

এরপর বাহিনীর জওয়ানরা সেখানে এসে তৃণমূল সমর্থক ও বিধায়ক শান্ত হতে বলেন এবং সেখান থেকে সরে যাওয়ার কথা বলেন। জোর করে জমায়েত হটাতে উদ্যত হতেই বাধা দেন বিধায়ক তাপস সাহা বলে জানা গিয়েছে। এরপরই শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। তাতেও আহত হন বিধায়ক ও সমর্থকেরা। তাপস সাহার পায়ে লেগেছে বলে অভিযোগ। এরপরই তিনি উলটে বাহিনীকে ইট পাটকেল ছোড়ার হুমকিও দেন।পুরো ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, বিরোধীদের উদ্দেশেও ক্ষোভ উগরে দেন বিধায়ক তাপস সাহা।

Hooghly Panchayat Result : বিরোধীদের পিছনে ফেলে লম্বা লাফ তৃণমূলের, হুগলিতে সেকেণ্ড পজিশনের লড়াইয়ে বাম-বিজেপি

উল্লেখ্য, জেলা জুড়ে তৃণমূলের জয়জয়কারের মধ্যে নদিয়াতেও প্রত্যাশিতভাবে জয়ের পথেই জোড়াফুল শিবির। ভোটের প্রাথমিক ট্রেন্ড বলছে ২০১৮ সালের পঞ্চায়েত নিরঙ্কুশ জয়ের পথে তৃণমূল। নদিয়া জেলার ৪০১১টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৩১২টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। জয়ী ৪৫টি আসন। অন্যদিকে, সিপিআইএম এগিয়ে ৫৬টি আসনে, জয়ী ১৮টিতে। বিজেপি ৯৫ আসনে এগিয়ে, ইতিমধ্যেই জয়ী ৪৮ আসনে। অন্যদিকে খাতা খুলেছে নির্দলেরাও। আট আসনে এগিয়ে থাকার সঙ্গে সঙ্গে পাঁচ আসনে জয়ী নির্দলেরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *