Nisith Pramanik : ‘নিশীথ-গড়ে’ ২ পঞ্চায়েতে ফুটল গেরুয়া ফুল, আবির উড়িয়ে উল্লাসে মাতল BJP – cooch behar panchayat election result 2023 latest update


পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই তৃণমূল BJP সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে নিশীথের গ্রাম ভেটাগুড়ি। বারবার বোমাবাজি, গুলি চালনার ঘটনা ঘটেছে। একের পর এক হামলা, পালটা হামলার জেরে আতঙ্কিত হয়েছেন সাধারণ মানুষ। আর সেই এলাকাতেই এবার মর্যাদার জয় ছিনিয়ে আনল BJP। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ভেটাগুড়ি – ১ ও ভেটাগুড়ি – ২ গ্রাম পঞ্চায়েত গেল BJP-র দখলে। আর এই জয়ের পরে উল্লাস দেখা গেল BJP কর্মীদের মধ্যে। গেরুয়া আবির মেখে, মিষ্টিমুখ করে উল্লাস প্রকাশ করলেন তাঁরা।

Panchayat Election Violence : ভোট মিটতেই BJP-র মণ্ডল সভাপতিকে কাটারির কোপ! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। তিনি জয়ের পর সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্রের জয় হয়েছে। যেখানে সাধারণ মানুষ ভোট দিতে পেরেছেন, সেখানে নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টিই জিতেছে। আর যেখানে যেখানে ছাপ্পা হয়েছে, ভোট লুঠ হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে। এটা কিন্তু পুরো বাংলার মানুষ প্রত্যক্ষ করলেন’।

Post Poll Violence In Bengal : ভোট পরবর্তী সন্ত্রাস! শুভেন্দু গড়ে BJP প্রার্থীর উপর হামলার অভিযোগ, চিকিৎসার ব্যবস্থা বিরোধী দলনেতার
সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘গোটা রাজ্য তথা দেশ দেখেছে কিভাবে গত কয়েকমাস ধরে এই এলাকা তথা আশেপাশের এলাকাকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আতঙ্কিত করে রেখেছিল। আমাদের দলের অনেক কর্মী তাঁদের প্রতিহত করতে গিয়ে আহত হয়েছেন।

WB Panchayat Election Violence : ভোট পরবর্তী হিংসা কোচবিহারে! বিজেপি সহ অনেকে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন অসমে
সেই সঙ্গে অনেক কর্মী সমর্থক ঘরছাড়াও হয়েছেন। আজ ব্যালটের মাধ্যমে সমস্ত জবাব দেওয়া হল। আমি আবার বলছি, যদি সুষ্ঠুভাবে সব জায়গায় ভোট হয়, তাহলে ভবিষ্যতে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না’। প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ছবি দেখা গিয়েছে। কমা তো দূর অস্ত, প্রতিদিন যেন তা বেড়েই গিয়েছে।

West Bengal Election 2023 : রাতের অন্ধকারে BJP-CPIM-এর হোর্ডিং ছেঁড়ার অভিযোগ, হাতেনাতে পাকড়াও যুবক!
অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তির ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। BJP, CPIM কিংবা কংগ্রেস, প্রায় প্রতিটি দলই এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিল। প্রতিবাদও জানিয়েছিল। কিন্তু কোচবিহারের ভেটাগুড়িতেই দেখা গিয়েছিল তার উলটপুরাণ। সন্ত্রাসের অভিযোগ তুলে পথে নেমেছিল শাসক দল।

Cooch Behar Panchayat Result : সন্ত্রাসের ‘হটস্পট’ কোচবিহারেও ফার্স্ট পজিশনে সেই তৃণমূল, লড়াই জারি BJP-র
BJP-র বিরুদ্ধে অভিযোগ ছিল তৃণমূলের। কিন্তু বরাবরই তা অস্বীকার করেছেন নিশীথ ও তাঁর দলের কর্মীরা। তৃণমূলের অভিযোগ ছিল, পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর একাধিক প্রার্থীর বাড়িতে গিয়ে হুমকি দেয় BJP। গাড়ি ভাঙচুর করা হয়।

Udayan Guha News : ‘শপথ নিতে পারবেন না.. ছেঁচড়ে নিয়ে যাবে’, ফের বিতর্কিত মন্তব্য উদয়নের, নিশানায় কে?
এক তৃণমূল কর্মীকে অপহরণও করা হয় বলে অভিযোগ। আর এবার জয় ছিনিয়ে নিল রাজ্যের প্রধান বিরোধী দল। এরপর যে তৃণমূলের অভিযোগের মাত্রা আরও বাড়বে সেকথা বিলক্ষন জানেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে BJP নেতারা। তবে সেসবে আমল না দিয়ে এখন BJP কর্মীরা জয়োল্লাসেই ব্যস্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *