Panchayat Election 2023 Result : গণনার আগেই শ্রীঘরে BJP প্রার্থী, বেআইনি অস্ত্র রাখার অভিযোগ – birbhum panchayat election result 2023 bjp zila parishad candidate arrested before counting


পঞ্চায়েত নির্বাচনের গণনা চলছে। গণনার আগেই বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার বিজেপির জেলা পরিষদের প্রার্থী। গ্রেফতার করা হল বাঁকুড়ার জেলা পরিষদের বিজেপি প্রার্থী অভিজিৎ লোহারকে। সোমবার তাঁকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত, তালডাংরা ব্লকের শালতোড়া, আমডাংরা এবং সাতমোলি বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত। গত লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে এই তিন অঞ্চলেই এগিয়ে ছিল বিজেপি। বিষ্ণুপুর বিধানসভা বিজেপির দখলে যায়। যদিও পরবর্তী সময়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিধায়ক তন্ময় ঘোষ। কিন্তু তারপরেও এই তিন এলাকায় বিজেপি যথেষ্ট শক্তিশালী। মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়েছেন মানুষজনরা। এবার তাই বিজেপি কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আর সেই কারণেই তাদের জেলা পরিষদের প্রার্থী অভিজিৎ লোহারকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি বিজেপির।

Panchayat Election Result : গণনার আগের রাতেও উত্তপ্ত দিনহাটা, BJP নেতার গাড়ি ভাঙচুর
পুলিশ সূত্রে খবর, গত ৮ তারিখ পঞ্চায়েত নির্বাচনের দিন তালডাংরা ব্লকের শালতোড়া অঞ্চলের খরখরি বুথের সামনে দাঁড়িয়ে ছিলেন ২৪ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী সোনালি লোহার। সেই সময় তখন শালতোড়া অঞ্চল তৃনমূল সভাপতি সুশান্ত বন্দ্যোপাধ্যায় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, তখন জেলা পরিষদের বিজেপি প্রার্থী অভিজিৎ লোহারের নেতৃত্বে উজ্জ্বল মাল নারায়ণ শিট ও বিশ্বজিৎ লোহার সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের পথ আটকায়। পিস্তল ঠেকিয়ে নর্দমায় ফেলে দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। কোনওক্রমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন শালতোড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। পরে তালডাংরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সোনালি লোহার। তাঁর অভিযোগের ভিত্তিতেই রবিবার মধ্যরাতে আস্থাশোল মোড় থেকে অভিজিৎ লোহারকে গ্রেফতার করে পুলিশ।

Bankura Panchayat Election Result: ‘জিতবে BJP’, গণনার আগে বাঁকুড়ায় গেরুয়া শিবিরের আত্মবিশ্বাসকে কটাক্ষ তৃণমূলের
এই প্রসঙ্গে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য অর্ঘ্য মণ্ডল জানান, বিষ্ণুপুর জেলা অফিস থেকে গণনা এজেন্টদের জন্য ফর্ম ফিলাপ ও অন্যান্য দলীয় কাজ সেরে বাড়ি ফেরার সময় তাঁকে মিথ্যা কেসে গ্রেফতার করে পুলিশ। বিজেপি কর্মীদের ভয় দেখাতেই গণনার আগে তাঁদের প্রাক্তন মণ্ডল সভাপতি তথা জেলা পরিষদের প্রার্থী অভিজিৎ লোহার গ্রেফতার করা হয়েছে।

CV Ananda Bose Visits Bhangar : হাই ভোল্টেজ ভাঙড়ে রাজ্যপাল বোস

ধৃত বিজেপি প্রার্থী বলেন, গণনার দিন যাতে থাকতে না পারি, তার জন্যই এই চক্রান্ত। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার যে অভিযোগ উঠেছে তাও একেবারে মিথ্যা বলেই দাবি করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *