Panchayat Result : অনুব্রতহীন বীরভূমে ধার ফিরল কাস্তের! ২ পঞ্চায়েতে জয়ী বাম-কংগ্রেস জোট


Bengal Panchayat Election Result: অনুব্রতহীন বীরভূমে বড় সাফল্য বাম-কংগ্রেস জোটের। জানা গিয়েছে, ইতিমধ্যেই দুইটি আসনে জয়লাভ করেছে জোট। নলহাটির ২ ব্লকের বরা ১ এবং ২ পঞ্চায়েত দখল করেছে বাম এবং কংগ্রেস। বরা ১ নম্বর পঞ্চায়েতে ২২টি আসনের মধ্যে ১২টিতে জয়ী হয়েছে জোট প্রার্থীরা। অন্যদিকে, বরা ২ পঞ্চায়েতের ১৭টি আসনের মধ্যে ১৪টিতে জয়ী হয়েছে জোটের প্রার্থীরা। স্বাভাবিকভাবেই অনুব্রত গড়ে বড় সাফল্য বাম কংগ্রেস জোটের।

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরেই বীরভূমের ব্যাটন কার হাতে থাকবে তা নিয়ে রীতিমতো আলোচনা চলছিল। কিন্তু, তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডলকের উপরেই আস্থা রেখেছে দল। তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়নি।

WB Panchayat Exit Poll Results 2023: কার দখলে গ্রামবাংলা? ইঙ্গিত মিলল বুথ ফেরত সমীক্ষায়
বীরভূমে ভোটের আগে একাধিকবার সেখানে প্রচারে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। এমনকী, সেখানে প্রচার করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে ধারে ভারে বাড়ার চেষ্টা করছিলেন বিরোধীরা।

জেলার রাজনৈতিক মহলের একাংশের কথায়, “অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি সত্ত্বেও সেভাবে সুযোগ লুফে নিতে পারেনি গেরুয়া শিবির। এখনও বীরভূমে একচেটিয়া দাপট দেখিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস।”

Bengal Panchayat Election Result Live: ৮টা থেকে শুরু গণনা, কড়া নিরাপত্তায় মোড়া গণনাকেন্দ্র
এদিকে পঞ্চায়েত ভোটে বীরভূমে শাসক দলের হাত থেকে দুইটি পঞ্চায়েত বাম কংগ্রেস জোটের ছিনিয়ে নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বীরভূমের বেশিরভাগ অংশে কার্যত সবুজ ঝড়। উল্লেখ্য, গ্রেফতারির পর আসানসোল সংশোধনাগারে থাকাকালীন হেলথ চেক আপে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন, পঞ্চায়েত নির্বাচনে ফের একবার সাধারণ মানুষ তৃণমূলের উপরেই ভরসা রাখবে।

Anubrata Mondal : আলুপোস্ত-মুরগির ঝোল তৈরির ব্যস্ততা নেই, অনুব্রত-হীন বোলপুর পার্টি অফিসে ভোটভোজ আজ অতীত
এখন দেখার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কি অনুব্রত মণ্ডলের সেই ভরসা রাখতে পারবে? প্রসঙ্গত, গণনার এখনও পর্যন্ত ট্রেন্ড বলছে, পঞ্চায়েত নির্বাচনেও ফের একবার রাজ্যজুড়ে সবুজ ঝড়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে।

এখনও পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী, তৃণমূল ৭৮৮২টি গ্রাম পঞ্চায়েত আসনে এগিয়ে রয়েছে, BJP এগিয়ে রয়েছে ১৬৫৪টি আসনে, CPIM এগিয়ে ৯৮৯টি আসনে, কংগ্রেস এগিয়ে ৪০০টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে ৭৪২টি আসনে। এদিকে পঞ্চায়েত সমিতির ৩৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। জেলা পরিষদের ২৮টিতে এগিয়ে তৃণমূল, ২টিতে BJP এবং CPIM এগিয়ে ২টি আসনে।

Panchayat Election 2023 : শনিবার ভোটপুজো নেই ক্যানিং ১ আর চোপড়ায়, ভাঙড়ে টিমটিম
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ২০১৮ সালের মতোই ২০২৩ সালেও ধীরে ধীরে একচেটিয়া জয়ের দিকে এগোচ্ছে তৃণমূল। যদিও গেরুয়া ফ্যাক্টর আগামীদিনে বঙ্গ রাজনীতিতে আরও বড় প্রভাব ফেলতে পারে, রাজনৈতিক কারবারিদের একাংশের মন্তব্যে উঠে আসছে এমনই তথ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *